সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকের বার ভাই! (কিলার ট্রিকস)

ফেসবুক

ফেসবুক ব্যবহার করেন না আশা করি এই রকম কেউ এই ব্লগে নাই। ফেসবুক শুধু মাত্র নিউজফিডে সীমাবদ্ধ নয়। আছে অনেক ফিচার, উদ্ভব হচ্ছে নতুন নতুন অনেক ফিচার।

ফেসবুকের বার ভাই বলতে আজকে আমি ১২ টি সিম্পল ট্রিকসের সন্ধান দেব, আশা করি সবার কাজে লাগবে।

১. যেভাবে ফেসবুকের প্রোপাইল নাম সিঙ্গেল বা এক শব্দে করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

২. যেভাবে ফেসবুকে ব্লাংক (ফাঁকা) স্ট্যাটাস, টিউমেন্ট, ম্যাসেজ করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৩. যেভাবে যে কোন সময় বিশেষ করে ৬০ দিন পূর্বে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। (আমি কয়বার পরিবর্তন করছি তার ঠিক নাই :p) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৪. যেভাবে খুঁজে বের করবেন কে কে আপনাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করলো। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৫. যেভাবে প্রোপাইল পিকচার প্রাইবেট করবেন বা কেউ ক্লিক তরে ভিউ করত। পারবেনা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৬. যেভাবে যে কোন সময় ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৭. যেভাবে ফেসবুকের ইউজার আইডি কোড খুঁজে বের করবেন।(এই কোড দিয়ে ম্যানশন করতে পারবেন বন্ধুদের) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৮. সেরা ১০০ টি অটোলাইকার ওয়েব সাইট। লিংকঃআমাকে ক্লিক করুন।

৯. ম্যাসেঞ্জারে খেলুন ফুটবল, বাস্কেটবল, এবং দাবা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১০. যেভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন পিসি এবং মোবাইলে। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১১. যেভাবে সকল বন্ধুদের এক ক্লিকে আপনার পেজ লাইক করার জন্য ইনবাইট করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১২. আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার পাবেন যেভাবে। (ম্যানুয়েলি নো অটো) লিংকঃ আমাকে ক্লিক করুন।

আজকে এই পর্যন্ত ধন্যবাদ। নতুন অনুসন্ধান শেষে আবার হাজির হবো। ধন্যবাদ।

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

বাঁশের তৈরি স্মার্টফোন

ম্যাক্সিমাসের তৈরি আইএক্স কেইন
নামের একটি মোবাইল স্মার্টফোন
রয়েছে, যা তৈরিতে ব্যবহার করা
হয়েছে বাঁশের বিশেষ উপাদান।
কোয়ারটেল ইনফোটেক লিমিটেডের
মালিকানাধীন ম্যাক্সিমাস মোবাইল
বাংলাদেশের বাজারে এই ফোনটি
বিক্রি করছে। ম্যাক্সিমাস কর্তৃপক্ষ
জানিয়েছে, স্মার্টফোনটির
কাঠামো তৈরিতে ব্যবহার করা
হয়েছে জাপানের বিশেষ ধরনের
বাঁশের উপাদান।
আইএক্স কেইনের স্মার্টফোনটির
পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল
অ্যাডভান্সড এইচডি ক্যামেরা। সনি
ইএক্সএমওআর সেন্সর সুবিধার এই
ক্যামেরায় তোলা ছবির মান
তুলনামূলকভাবে অনেক উন্নত।
স্মার্টফোনটির সামনে রয়েছে দুই
মেগাপিক্সেলের ক্যামেরা। স্বল্প
আলোতে ভালো ছবি তোলার
সুবিধার জন্য স্মার্টফোনটিতে রয়েছে
পাঁচটি মাল্টিলেয়ার কোটিং লেন্স,
যার অ্যাপারচার এফ ২.৪।
ম্যাক্সিমাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে
জানিয়েছে, বাংলাদেশের
বাজারে উন্নত স্মার্টফোন বিক্রির
পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা।
আইএক্স কেইন স্মার্টফোনটিতে এক
দশমিক ৩৬ গিগাহার্টজ কোয়াডকোর
প্রসেসর, মিডিয়াটেকের এমটিকে
৬৫৮২ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাঁচ
ইঞ্চি মাপের আইএক্স কেইন
স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন
১২৮০ বাই ৭২০ পিক্সেল। ডিসপ্লে
সুরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে কর্নিং গরিলা
গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে রয়েছে
মালি ৪০০ জিপিইউ এবং এক জিবি
র্যাম ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং
সিস্টেমের এই ফোনটি অ্যান্ড্রয়েড
৫.১ বা ললিপপে হালনাগাদ করে
নেওয়া যায়। এর ব্যাটারি দুই হাজার
১০০ মিলিঅ্যাম্পিয়ার। দুই সিম
সুবিধার ফোনটিতে ওটিএ, ওটিজি,
থ্রিজি, এফএম রেডিও ব্লু-টুথ, ওয়াই-ফাই
হটস্পট এবং মাইক্রো ইউএসবি ব্যবহারের
সুবিধা রয়েছে।
দেশের বাজারে ১৩ হাজার ৯৯৯
টাকায় এই স্মার্টফোনটি বিক্রি করছে
মাইক্রোম্যাক্স।

শনিবার, ১১ জুলাই, ২০১৫

"নতুন আইফোন তৈরির কাজ শুরু হচ্ছে।"

এ বছরের শেষ নাগাদ আবার নতুন আইফোন তৈরি শুরু করতে যাচ্ছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক উৎপাদন পর্যায় শুরু করতে বিশাল প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্তৃপক্ষ ডিসপ্লে নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এবারে সাড়ে আট থেকে নয় কোটি ইউনিট চার দশমিক সাত ও পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফরমায়েশ দিয়েছে।

ফেসবুকে নতুন অপশন :" প্রিয়-অপ্রিয় বিষয়ে নতুন নিয়ন্ত্রণ "

নিউজ ফিডে নতুন অপশন যোগ করেছে সর্ববৃহৎ সোশাল মিডিয়া ফেসবুক। এর মাধ্যমে বিরক্তিকর মানুষদের হাত থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে মজার মজার উপাদানও খুঁজে পাবেন তারা।

নতুন এই উপাদানটি 'সি ফার্স্ট' শব্দটি যোগ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখতে চান তারই সরবরাহ পাবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা তার পছন্দসই ব্যবহারকারীর কাছ থেকে নিয়মিত নিউজ ফিড পাবেন। এর মাধ্যমে নতুন নতুন পেজও খুঁজে পাওয়া যাবে। আবার যাদের পছন্দ হচ্ছে না তাদের অতি সহজ উপায়ে আনফলো করা যাবে।

নতুন অপশনটি ইতিমধ্যে আইওএস অ্যাপে আপডেটের মাধ্যমে চলে এসেছে। খুব দ্রুত অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপে চলে আসবে বলে জানায় ফেসবুক।

ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে নিউ ফিড আসতে থাকবে। এর সঙ্গে ব্যবহারকারীও তার পছন্দকে জুড়ে দিতে পারবেন।

'সি ফার্স্ট' অপশনে গিয়ে ব্যবহারকারীরা একটি তালিকা থেকে তার মনের মতো পেজ বা প্রোফাইল পছন্দ করে নিতে পারবেন।

এর সঙ্গে আলাদা একটি ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে আরো সহজে প্রোফাইল বা পেজকে 'আনফলো' করা যাবে। তাদের 'আনফ্রেন্ড' না করেও নিউজ ফিডে অদৃশ্য রাখা যাবে।
সূত্র : ইনডিপেনডেন্ট - 

মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় যাত্রার নায়ক মাহমুদউল্লাহ আবার ফিরেছেন দলে।

বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় যাত্রার নায়ক মাহমুদউল্লাহ আবার ফিরেছেন দলে।
যেন বার্তা দিতে চাইছেন, ‘ঠিক আছে বন্ধু!’ কদিন আগে মিরপুর স্টেডিয়াম এভাবেই ক্যামেরাবন্দী মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হকযেন বার্তা দিতে চাইছেন, ‘ঠিক আছে বন্ধু!’ কদিন আগে মিরপুর স্টেডিয়াম এভাবেই ক্যামেরাবন্দী মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে স্বপ্নের মতো এক বিশ্বকাপ গিয়েছিল মাহমুদউল্লাহর। এরপর পাকিস্তান সিরিজটা অবশ্য বলার মতো হয়নি। তবে ভারত সিরিজের আগে বিসিএলের শেষ পর্বে উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। ঠিক ওই সময় হানা দিল চোট। দর্শক হয়েই দেখতে হলো ভারতের বিপক্ষে দলের স্মরণীয় সিরিজ জয়। বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় যাত্রার নায়ক মাহমুদউল্লাহ আবার ফিরেছেন দলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে মাহমুদউল্লাহর সঙ্গে ফিরছেন এনামুল হকও। এনামুল চোটের কারণে ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বললেন, ‘আমরা চিকিৎসক আর ফিজিওর কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তার ভিত্তিতেই মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। ফিটনেসে কোনো সমস্যা নেই। পুরোপুরি ফিট। আর বিজয়ও (এনামুল) চোটের কারণে দলের বাইরে ছিল। সর্বশেষ সিরিজেও তাকে বাইরে রেখেছিলাম। তবে এখন মনে করছি, সে ফর্মে আছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই তাকে দলে নিয়েছি।’
এনামুল সাধারণত খেলেন ওপেনার হিসেবে। কিন্তু তামিম ইকবালের সঙ্গে এখন নিয়মিত ওপেন করছেন সৌম্য সরকার। তাহলে এনামুলের জায়গা হবে কোথায়? ফারুক জানালেন, ‘ওকে (এনামুল) আমরা টপ অর্ডারের বিকল্প হিসেবে নিয়েছি। সে টপ অর্ডারেই খেলবে।’

শনিবার, ৪ জুলাই, ২০১৫

আমরা ইতিহাস মানি না

বিশ্বকাপের পর পাকিস্তান আর
ভারতের বিপক্ষে সিরিজ জয়—
কোচ হিসেবে চন্ডিকা
হাথুরুসিংহের প্রাপ্তির
খাতাটা ভারীই হচ্ছে। তাঁর
দৃষ্টিতে সময়টা বাংলাদেশের
ক্রিকেটের জন্যও রোমাঞ্চকর,
ক্রিকেটারদের জন্য উপভোগের।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
সিরিজটা যে সাম্প্রতিক সময়ে
বাংলাদেশ দলের জন্য সবচেয়ে
কঠিন, সেটা মানছেন শ্রীলঙ্কান
এই কোচ। মিরপুরে কাল
অনুশীলনের পর হওয়া কোচের
সংবাদ সম্মেলনের প্রায়
পুরোটাই তুলে ধরা হলো
এখানে—

সোমবার, ২৯ জুন, ২০১৫

Clash Of clan (ক্যাস অফ ক্লান)

ক্লাস অফ ক্লান্স (Clash of clans)
কি?
– কি আর বলার আছে? ক্লাস অফ
ক্লান্স ব্যাক্তিগত ভাবে অতি
প্রিয় একটা গেম।অনলাইন গেম।
এন্ড্রয়েড এবং আইওএস এর জন্যে
বিখ্যাত গেম নির্মাতা
সুপারসেল (supercell) এর নির্মিত
অনলাইন গেম।আসলে সুপারসেল
ক্লাস অফ ক্লান্স এর জন্যেই
বিখ্যাত।আমি প্লে স্টোরে
অনেক রিভিও দেখছি যেইগুলায়
লেখা “I love supercell only for clash of
clans”. তো কাহিনী হইলো ক্লাস
অফ ক্লান্স strategy গেম।
অনেকেরই স্ত্রাতেগ্য গেম ভাল
লাগে না।কিন্তু ক্লাস অফ
ক্লান্স তিন চার দিন খেলার পর
ভাল না লেগে উপায় নাই।এক
ধরনের নেশা আছে গেম টায়।
ক্লাস অফ ক্লান্স এর বিশেষ
আকর্ষন হল ক্লান এবং ক্লান
ওয়ার।অসাধারন ব্যাপার।আর
তোমার অন্যান্য ফ্রেন্ড এর
সাথে চ্যাটিং করা
যাবে,একে অন্য কে ট্রুপ আই মিন
তোমার যে সৈন্য থাকবে তা
ডোনেট করতে পারবে।
অসাধারন এক কথায়।যারা ক্লাস
অফ ক্লান্স যযারা খেলে নাই
তারা দ্রুত শুরু করে দেও।তো
আমরা ক্লাস অফ ক্লান্স এর
বিভিন্ন ব্যাপার স্যাপার
নিয়ে আলাপ আলোচনা করবো।
ব্লগ এ ভিসিট করতে থাকুন।আর
অনুরোধ থাকবে পারলে ব্লগ এ
রেজিস্টার করে আমাদের
সাথে বিভিন্ন জিনিস শেয়ার
করে আমাদের সাহায্য করবা।

শনিবার, ২৭ জুন, ২০১৫

ভাই বোনের ছবিতে বাজে মন্তব্য অতুষ্ট হয়ে নাসির যা লিখলেন

Dear fans, I really get hurt by your comments. I posted this
pic on request of my younger sister; many of you put bad
comments on it. And some of them made fun posts with it. I
have removed the picture. Are you happy now? I do not
need fans like you. Whoever do not like me, please don’t
follow me and put comments in my picture.Thank you!
আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম।
আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার
ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা
অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই
ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন
খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই।
আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে
লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ।

সোমবার, ২২ জুন, ২০১৫

বাংলার টাইগার

অসাধারন কৃতিত্ব অর্জন টাইগারদের।ভারতের বিপক্ষে ২য় ওয়ানডেতে এক কৃতিত্বপূর্ণ জয় এনে দিয়েছে টাইগারা।টসে জিতে ভারত ব্যাটিং এর সিদ্ধান্ত নেই।মাঠে নেমে তাদের সংগ্রহ ১০ উইকেট হারিয়ে ২০০।
বৃষ্টিবিগ্নিত ম্যাচে বাংলাদেশ খেলতে নেমে তামিম,সোম্য,লিটনদাশ,মুশফিক,সাকিব,এবং সাব্বিররা জয়ের দ্বারা অভ্যাহত রাখে।এরি সাথে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশের তরুন পেসার মোস্তাফিজুর।
এছাড়াও চ্যাম্পিয়ন লিগে খেলার টিকেট পেয়ে যায় বাংলাদেশ।