সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকের বার ভাই! (কিলার ট্রিকস)

ফেসবুক

ফেসবুক ব্যবহার করেন না আশা করি এই রকম কেউ এই ব্লগে নাই। ফেসবুক শুধু মাত্র নিউজফিডে সীমাবদ্ধ নয়। আছে অনেক ফিচার, উদ্ভব হচ্ছে নতুন নতুন অনেক ফিচার।

ফেসবুকের বার ভাই বলতে আজকে আমি ১২ টি সিম্পল ট্রিকসের সন্ধান দেব, আশা করি সবার কাজে লাগবে।

১. যেভাবে ফেসবুকের প্রোপাইল নাম সিঙ্গেল বা এক শব্দে করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

২. যেভাবে ফেসবুকে ব্লাংক (ফাঁকা) স্ট্যাটাস, টিউমেন্ট, ম্যাসেজ করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৩. যেভাবে যে কোন সময় বিশেষ করে ৬০ দিন পূর্বে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। (আমি কয়বার পরিবর্তন করছি তার ঠিক নাই :p) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৪. যেভাবে খুঁজে বের করবেন কে কে আপনাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করলো। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৫. যেভাবে প্রোপাইল পিকচার প্রাইবেট করবেন বা কেউ ক্লিক তরে ভিউ করত। পারবেনা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৬. যেভাবে যে কোন সময় ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৭. যেভাবে ফেসবুকের ইউজার আইডি কোড খুঁজে বের করবেন।(এই কোড দিয়ে ম্যানশন করতে পারবেন বন্ধুদের) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৮. সেরা ১০০ টি অটোলাইকার ওয়েব সাইট। লিংকঃআমাকে ক্লিক করুন।

৯. ম্যাসেঞ্জারে খেলুন ফুটবল, বাস্কেটবল, এবং দাবা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১০. যেভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন পিসি এবং মোবাইলে। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১১. যেভাবে সকল বন্ধুদের এক ক্লিকে আপনার পেজ লাইক করার জন্য ইনবাইট করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১২. আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার পাবেন যেভাবে। (ম্যানুয়েলি নো অটো) লিংকঃ আমাকে ক্লিক করুন।

আজকে এই পর্যন্ত ধন্যবাদ। নতুন অনুসন্ধান শেষে আবার হাজির হবো। ধন্যবাদ।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ফেসবুকে এক শব্দে নাম দিন। ভিডিও দেখে শিখুন।

জেনে নিন কিভাবে ফেসবুক নাম সিঙ্গেল করে বা কিভাবে শুধু ফেসবুকে Nickname ব্যাবহার করে।

যদিও ফেসবুক সাধারণ ভাবে কাউকে এটি করতে দেয়না তবে কিছু ট্রিক ব্যবহার করে এটি করা যায়।একটি ইউটিউব লিংক দিচ্ছি যারা নাম পরিবর্তন করে সিঙ্গেল করতে উঠেপড়ে লেগেছেন শুধু তাদের জন্য।
Youtube link:https://youtu.be/mQj5kEiVRmg

নোট সমূহ :
১।অবশ্যই Google Chrome থেকে কাজটি করবেন।(অন্য ব্রাউজারে সার্পোট করবে কিনা জানিনা)
২।নাম পরিবর্তন শেষে ভাষা English (US) করে ফেলুন
৩।Geoproxy extension Disabled করুন।
ধন্যবাদ।

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

যে ভাবে অ্যান্ড্রয়েড দিয়ে ইউটিউব { Youtube } থেকে ভিডিও ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম।সবাই কে স্বাগতম।

ইউটিউব একটি জানপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখা গেলও ডাউনলোড করা যায়না।এছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক থার্ডপার্টি অ্যাপস গুগল বন্ধ করে দিয়েছে।
এখন,
আজ আমরা খুব সহজে শিখব কি ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।নিচের স্টিপ গুলো লক্ষ্য করুন আপনিও পারবেন তেমন কঠিন কোন কাজ নয়।

     
  1. প্রথমে www.google.com এ গিয়ে "Tubemate" লিখে সার্চ করুন।অথবা সরাসরি www.Tubemate.net এ যান।এবং চিত্রের চিহ্নিত লিংকে ক্লিক করুন। "Google এর ক্ষেত্রে"।"TubeMate Youtube Downloader 2.2.5-Official website" এ ক্লিক করুন।অন্যথায় সরাসরি ২য় ধাপ লক্ষ্য করুন।নতুন পেজ ওপেন হবে।       
  2. তারপর,নিচের ছবির "Android Freeware" এ ক্লিক করুন।নতুন পেজ ওপেন হবে।                                   

  3. এইবার "Install App" এ ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।ডাউনলোড হয়ে গেলে ইনন্টল করুন এবং অ্যাপসটি ওপেন করুন।                                                                                                                        
  4. সরাসরি ইউটিউব পেজ ওপেন হবে।এখন আপনার কাঙ্খিত ভিডিওটি সার্চ করুন।তারপর ভিডওতে ক্লিক করলে নিচের ছবিটি আসবে।                                                                                                                 


  5. ডাউনলোড করার জন্য লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন।
  6. এই বার আপনার পচন্দ অনুযায়ী ফরমেটে ক্লিক করুন এবং আবার লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে।                
      [বি:দ্র: ভিডিও না ভিউ করে ডাউনলোড করবেন না।কারণ এখানে অনেক ধোঁকাবাজি রয়েছে।]
             উপকৃত হলে শেয়ার করতে ভুলবেনা 
 

    রবিবার, ২৬ জুলাই, ২০১৫

    ফেসবুকের নতুন প্রোডাক্ট। "সাজেস্ট এডিট"

    আসসালামুআলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

    আজ আমি আপনাদেরকে ফেসবুকের একটি নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব।আসুন শুরু করা যাক।ফেসবুকের নতুন একটি প্রডাক্ট নাম "ফেসবুক সাজেস্ট এডিট" শুধু "এডিট" ও বলা হয়।

    ★ প্রথমে জেনে নিন কাজটিতে লাভ কি?
    এখানে লাভের কোন প্রশ্ন উঠেনা।আমরা অনেকে গুগল ম্যাপিং এর নাম শুনেছি গুগল ম্যাপিং একটি ভলেন্টিয়ারি কাজ।এখানে কোন অর্থ উপার্জন করা যায় না তবে সম্মান অর্জন করা যায়।দেশের ম্যাপকে সমৃদ্ধশালী করতে ম্যাপাররা এই কাজ করে থাকেন।আর ফেসবুক সাজেস্ট এডিটও গুগল ম্যাপিং এর মত একটি কাজ তবে পার্থক্য হচ্ছে গুগল ম্যাপিং এ আপনাকে ফিচার এড করতে হয় কিন্তু সাজেস্ট এডিটে ফিচার এড নয়,সংশোধন করতে হয়,তথ্য যোগ করতে হয়। সারা দিনই তো আমরা ফেসবুকে থাকি কাজটি করাই যেতে পারে।

    ★ কাজঃ আমরা ফেসবুকে অনেক জায়গার নাম এবং "About" পেজ দেখতে পাই।যেমন Traveling to Dagonbhuiyan, Feni এই ফেজগুলো উইকিপিডিয়া অথবা অন্য কোন তথ্য মতে খোলা হয়।অথবা ব্যবহারকারীর তৈরি করা জবের বা কোম্পানির নাম দ্বারা অটোমেটিক পেজ খোলা হয়। ভিন্নমতের কারনে এই পেজ গুলো এবং প্লেস গুলোতে ভুল থেকে যাই যার কারনে অনেক সমস্যার সৃষ্টি হয় ( সমস্য তেমন গুরুতর নয় )। ফেসবুক সারা পৃথিবীর সকল জায়গা সম্পর্কে জানতে পারেনা তাই তারা সাজেস্ট এডিটের মাধ্যমে লোকাল গাইড বা আঞলিক গাইড তৈরি করেছে।এই গাইডের মাধ্যমে আপনি আপনার এরিয়ার তথ্য পেজবুকে যোগ করতে পারেন।একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে সহজ করা যাকঃ- আপনার গ্রামের নাম (মোহাম্মদ পুর) Mohammadpur পেজ বুকে এই নামে একটি About পেজ আছে এখন আপনি দেখতে পেলেন পেজের নাম ভুল করে লেখা আছে (Mohammadpar) আর ক্যাটাগরি দেয়া আছে "Local Business" এবং ঠিকানা,ওয়েব সাইট ভুল দেওয়া সেইসঙ্গে পিকচার ও ভুল দেওয়া। এখন আপনার কাজ।আপনি প্রথমে  এই পেজে প্রবেশ করবেন তার পর নিচের ছবির গুলো দেখুন।
    ছবি ১ :পেজে প্রবেশ।Click More
    The Ataturk Times
    ছবি ২ : Click Suggest Edit
    The Ataturk Times
    ছবি ৩ : এই বার ভুল থাকলে সংশোধন করুন।সর্বশেষ Save এ Click করুন।
    The Ataturk Times 
    এভাবে আপনি আপনার এরিয়ার সকল পেজ সংশোধন করতে পারেন।
    বিঃদ্রঃ নিজের মোবাইল নাম্বার যোগ করবেন না।

    ★ আসল কাজে আসুন:উপরের কাজটি তো আমরা খুঁজে করলাম এখন করবো আসল কাজ। আমি কম্পিউটার ভার্সনে দেখাচ্ছি আপনি অ্যান্ড্রয়েড থেকেও করতে পারবেন। এখানে আপনি প্রথমে নিচের লিংকে যান।
    তার পর নিচের ছবি গুলো আসবে
    ১।যে গুলো সঠিক সেগুলোতে Yes দিন।আর ভুল হলে No  দিন।আর আপনার জানা থাকলে নতুন যোগ করুন।আটোমেটিক একের পর এক আসবে। মূল কাজ এটিই।

    ★ আপনার জন্য খুঁশির সংবাদ: ফেজবুক  সাজেস্ট এডিট কনটেস্ট চলছে।প্রতিযোগিতার শেষ তারিখ ৩১ আগষ্ট রাত ১২:০০ পর্যন্ত।এডিট কোয়ালিটির উপর আপনাকে পয়েন্ট দেওয়া হবে।সেরা দশ জনকে পুরষ্কার দেওয়া হবে। আজই শুরু করে দিন।


    ★ প্রয়োজনীয় লিংক এবং গ্রুপ:
    ২।www.facebook.com/editorcommunity


    পড়ার জন্য ধন্যবাদ।
    লেখক: আরিফুল ইসলাম।
    The Atathurk Times

    রবিবার, ১৪ জুন, ২০১৫

    ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যাবে ইউটিউবে।কিভাবে জেনে নিন।

    বিশ্বের জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবে এখন থেকে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যাবে।ইউটিউবে নতুন একটি অপশান যোগ হয়েছে যার মাধ্যমে পচন্দের ভিডিও অপ-লাইনে দেখার জন্য সিলেক্ট করা যাবে।

    যে ভাবে ভিডিও অপ-লাইনের জন্য সিলেক্ট করবেন:-
    প্রথমে আপনি ইউটিউব সাইটে যাবেন তার পর আপনার পচন্দের ভিডিওতে ক্লিক করবেন।উপরের।ছবির মত আসবে।
    এরপর আপনি ডাউনলোড অপশানের মত চিহ্নতে ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।
    এখানে ২টি ক্যটাগরি দেখাচ্ছে ভিডিও অনুযায়ী আরো ক্যটাগরি পেতে পারেন।একটা সিলেক্ট করুন।এখন থেকে আপনি অপ-লাইনে ভিডিও দেখতে পারবেন।আপনার অপ-লাইনের সকল ভিডিও নিচের ছবির Offline এ পাবেন।

    Offline  ক্লিক করুন।তার পর নিচের ছবি মতে আসবে।আপনার Playlists এ ভিডিও যুক্ত হয়ে যাবে। এবং আপনি ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখতে পারবেন।

    ধন্যাবাদ সবইকে।