শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

ঘুমানোর সময় আত্মা কি করে?

রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, রাসুল সা:
বলেছেন, মানুষ যখন ঘুমায়, তখন তার
আত্মা ঊর্ধ্ব আকাশে চলে যায়। অতঃপর
তাকে মাহান আল্লাহর আরশের কাছে
সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে
ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা
আল্লাহর আরশের কাছেই সিজদা করে।
আর যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ঘুমায়,
তার আত্মা আরশ থেকে দূরে সিজদা
করে। (বায়হাকী, হাদিসটিিইমাম
বুখারী তাঁর আত- তারীখুল কাবীর’
গ্রন্থে উল্লেখ করেছেন)।