 |
Advertisement |
মায়ের হাতের বিরিয়ানি তাঁর প্রিয় খাবার। অধুনার আলোকচিত্রী আর প্রতিবেদকের সঙ্গে কাটালেন একিদন
‘পরনে জিনস ও টি-শার্ট। পায়ে স্লিপার। এটাই আমার পোশাক-আশাক। এমন সাদামাটা থাকতে পছন্দ করি আমি।’ কথাগুলো বললেন তাসকিন আহমেদ; বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার। এই পোশাকই নাকি তাঁর প্রিয়। জিনসের সঙ্গে মাঝেমধ্যে শার্টও পরেন। জিনস, টি-শার্টের ব্র্যান্ড হিসেবে লিভাইস, কেলভিন ক্লেইন বেছে নেন। এসবের বাইরে বিশেষ দিনগুলোতে বেশির ভাগ সময় পায়জামা-পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাসকিন।


পায়ে পরার জন্য স্লিপারের প্রতি দুর্বলতা আছে এই ক্রিকেট তারকার। তাঁর সংগ্রহে আছে নানা ব্র্যান্ডের স্লিপার। বিশেষ করে ওকলে, নাইকি, অ্যাডিডাস, গ্যামবলসহ একাধিক ব্র্যান্ড। আর এসব সংগ্রহের বাড়তি সুবিধা পান যখন তিনি দেশের বাইরে খেলতে যান। তাসকিন বলেন, ‘দেশের বাইরে গেলে যেদিন খেলা কিংবা অনুশীলন থাকে না, সুযোগ করে পছন্দমতো স্লিপার কিনতে পারি।’
ক্রিকেট তারকা তাসকিনের বেলায় নামীদামি ব্র্যান্ডের বল, ব্যাট ও বুট না থাকলে কি হয়! কোকাবুরা ও সিএ তাঁর পছন্দের ব্যাট। আর সংগ্রহে আছে স্পাইক ও এসিক্স বোলিং বুট। তাসকিন বলেন, ‘এসব ব্র্যান্ডের বুট পরে বল করার সময় নিজের কাছে আরামদায়ক মনে হয়।’ এ ছাড়া তিনি খেলার মাঠে চোখে পরেন ওকলে ব্র্যান্ডের সানগ্লাস। এসব পছন্দের ব্যাট, বুট ও সানগ্লাস সংগ্রহের বেলায় কখনো কখনো স্পনসর থেকে পান আবার দেশের বাইরে খেলতে গেলে সংগ্রহ করেন বলে জানান তাসকিন।
ব্যাট, বুটের মতো সুগন্ধির প্রতিও আগ্রহ তাঁর। কেলভিন ক্লেইন, ডলসে অ্যান্ড গাবানা বেকহামসহ নানা ব্র্যান্ডের সুগন্ধি আছে তাঁর সংগ্রহে।
খেলার মাঠে নিজেকে ফিট রাখতে নিয়মিতই ব্যায়াম করেন তাসকিন। জাতীয় দলের এই তারকা জানান, খেলা না থাকলে নিয়ম করে সপ্তাহে চার দিন আড়াই থেকে তিন ঘণ্টা ব্যায়াম করেন।
খাবারদাবারের বেলায় আলাদা করে পছন্দ নেই তাসকিনের। মায়ের হাতের যেকোনো রান্না করা খাবারই ভালো লাগে। তবে তিনি জানান, মায়ের হাতের রান্না করা বিরিয়ানি বেশি পছন্দ।

আড্ডাপ্রিয় তাসকিন। সময়েই পেলেই আড্ডায় মেতে ওঠেন। আড্ডার প্রিয় জায়গা ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের মাঠটি। তিনি বলেন, ‘এই মাঠেই ছোটবেলা থেকে খেলতে খেলতে বড় হয়েছি। বলতে পারেন বল ও ব্যাট হাতে ধরার শুরুটা এখানেই। সময় পেলেই মাঠে যাই। ছোট-বড় সবার সঙ্গে দেখা হয়। আড্ডা হয়। অনেক মজা হয়।’
বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘাবড়ে দেওয়া এই তারকা নিয়মিতই গান শোনেন। তাসকিন জানান, দেশের বাইরে ক্রিস ব্রাউন, এনরিক, অরিজিতের গান আর দেশে হাবিব, হৃদয় খান ও তাহসানের গান তাঁর ভালো লাগে।
নিজেই গাড়ি চালাতে পছন্দ করেন তাসকিন। তবে পরিবারের সবাইকে নিয়ে গাড়ি চালিয়ে ঘুরতে বেশি ভালো লাগে তাঁর। তাসকিন জানান, রাতের বেলায় রাস্তা ফাঁকে থাকে। মাঝেমধ্যে ছোট দুই বোন, মা-বাবাকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। চলে যান অনেক দূর।

Share This
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!