শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

নতুন পদ্ধতিতে গুণ শিখুন।

নতুন পদ্ধতিতে গুণ

চলুন শুরু করি।
১২ x ২৩=?
লক্ষ্য করুন আমি প্রত্যেকটি সংখ্যার নিচে চিহ্ন ব্যবহার করেছি আপনাদের বোঝার সার্থে।১ এর নিচে স্টার বা তারা চিহ্ন এবং ২ এর নিচে সার্কেল বা বৃত্ত চিহ্ন ব্যবহার করেছি।অনুরুপভাবে বাকি গুলোতেও ব্যবহার করেছি।এই গুলো দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি যে দাগগুলো নিচে ব্যবহার করেছি সে গুলো উক্ত চিহ্নের সংখ্যার দাগ।সহজ করে বলছি চিহ্নের সংখ্যা অনুসারে দাগ বসিয়েছি।কোন চিহ্নের সংখ্যার দাগ উপরে বসবে আবার কোন গুলো নিচে এবং ডানে বামে বসবে তা চিহ্ন দ্বারা বোঝা যায়। যেমন প্রথম সংখ্যা ১ আমরা ১ এর জন্য একটি দাগ ব্যবহার করেছি।তারপর ২ দুই এর জন্য নিচে দুটি দাগ ব্যবহার করেছি।তারপরের সংখ্যা আবার ২ দুইয়ের জন্য বাম পাশে দুটি দাগ ব্যবহার করেছি।সর্বশেষ হচ্ছে ৩ তিনের জন্য ডানপাশে তিনটি দাগ ব্যবহার করেছি।এখন আমরা দাগ গুলোর পয়েন্ট গননা করবো।আপনারা ছবিতে দেখতে পারছেন দাগ গুলো মিলে একটি বর্গের মত হয়েছে তবে ঠিক বর্গ বলা যায় না।এখন যোগ করা শুরু করুন নিচের ডান দিকের পয়েন্ট যোগ করলে হয় ৬। খেয়াল করুন বর্গের মধ্যে একটি অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি আমরা অ্যারো চিহ্নের দুই কোণের যে পয়েন্ট রয়েছে (নীল কলম দিয়ে গোল করা এই গুলো হচ্ছে পয়েন্ট) তা যোগ করবো।যোগ করলে হয় ৭।এরপর উপরের বাম দিকেরটা যোগ করলে হয় ২।এখন সাজিয়ে লেখুন প্রথমে বাম দিকেরটি তারপর মাঝেরটি তারপর শেষেরটি।উওর হয় ২৭৬।ক্যালকুলেটরে করে দেখুন।
জানিনা কতটুকু বুঝিয়ে লেখতে পেরেছি।চিত্রের দিকে ভালো করে খেয়াল করলে পারবেন।সংখ্যা বেশি হলে দাগ বেশি হবে আর ১০ এর চেয়ে বড় হলে হাতের ১ যোগ হবে।
বিঃদ্রঃ এই পদ্ধতি ব্যবহার করবেননা।আগের পদ্ধতিতে কাজ করুন।এটি জাস্ট মজা তাই শেয়ার করলাম।আমি একটি ভিডিওতে এই পদ্ধতি দেখেছি তাই নিজে দুষ্টুমি করে বানিয়ে পেল্লাম।
বুঝতে অসুবিধা হলে বলবেন।ভিডিও লিংক পেলে কমেন্ট বক্সে দিয়ে দেব।
ধন্যবাদ সবাই কে ভাল থাকুন।

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

কলেজ ভর্তির ফলাফলে বিলম্ব।হয়রানি হচ্ছে শিক্ষার্থীরা।

২০১৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের গত কাল রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১:৩০ টাই এস.এম.এস অথবা ওয়েব সাইটে ফলাফল দেওয়ার কথা ছিল।কিন্তু অনিবার্য কারণবসত তা আজ আবার প্রকাশের ঘোষনা দিয়েছে শিক্ষা বোর্ড।এতে করে শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছে।
এবং অনেকে আতঙ্কিত।

রবিবার, ৩১ মে, ২০১৫

সৃজনশীল গণিতে হোঁচট মানবিক-ব্যবসায় বিপর্যয় হারতাল-অবরোধকেও দায়ী করা হচ্ছে

সৃজনশীল গণিতে হোঁচট মানবিক-ব্যবসায় বিপর্যয় হারতাল-অবরোধকেও দায়ী করা হচ্ছে


প্রতিবছর নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের যে ঊর্ধ্বমুখী প্রবণতা এত দিন চলছিল, এবার তা হোঁচট খেল। পাসের হার, জিপিএ ৫ ও শতভাগ পাস- সব মানদণ্ডে এবার ফল খারাপ হয়েছে। এই ফল খারাপের পেছনে হরতাল-অবরোধকে দায়ী করা হলেও গণিত পরীক্ষায় ব্যাপক ফেল এবং মানবিক ও ব্যবসায় শাখার খারাপ ফল এ বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে ফল বিশ্লেষণে দেখা গেছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার প্রথমবারের মতো গণিত ও উচ্চতর গণিত সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৯ মে, ২০১৫

"এস.এস.সি ও সমমানের ফল প্রকাশ"

আগামীকাল ৩০ শে মে ২০১৫ ইং এস.এস.সি ও সমমানের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে।
এ বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।ফলাফল দুপর ১ টা থেকে পাওয়া যাবে।
অনলাইনে ফলাফল জানার উপায়:
অনলাইনে ফলাফল জানতে ভিজিট করুন এই ঠিকানায়:http://www.educationboardresults.gov.bd/lite/index.php। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, মোবাইল অপারেটর কোম্পানিগুলোও এস.এম.এস এর মাধ্যমে ফলাফল জানার সুবিধা প্রদান করে থাকে।

সোমবার, ১১ মে, ২০১৫

"এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ" আগামী ৩০ শে মে।

বহুপ্রিক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩০ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে আজ সোমবার দুপুরে এই তথ্য জানান। তিনি আরও জানান, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়। হরতাল ও অবরোধের কারণে ২ মাস ধরে চলা এ পরীক্ষা শেষ হয় ২৮ মার্চ।