![]() |
Advertisement |
![]() |
নতুন পদ্ধতিতে গুণ |
চলুন শুরু করি।
১২ x ২৩=?
লক্ষ্য করুন আমি প্রত্যেকটি সংখ্যার নিচে চিহ্ন ব্যবহার করেছি আপনাদের বোঝার সার্থে।১ এর নিচে স্টার বা তারা চিহ্ন এবং ২ এর নিচে সার্কেল বা বৃত্ত চিহ্ন ব্যবহার করেছি।অনুরুপভাবে বাকি গুলোতেও ব্যবহার করেছি।এই গুলো দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি যে দাগগুলো নিচে ব্যবহার করেছি সে গুলো উক্ত চিহ্নের সংখ্যার দাগ।সহজ করে বলছি চিহ্নের সংখ্যা অনুসারে দাগ বসিয়েছি।কোন চিহ্নের সংখ্যার দাগ উপরে বসবে আবার কোন গুলো নিচে এবং ডানে বামে বসবে তা চিহ্ন দ্বারা বোঝা যায়। যেমন প্রথম সংখ্যা ১ আমরা ১ এর জন্য একটি দাগ ব্যবহার করেছি।তারপর ২ দুই এর জন্য নিচে দুটি দাগ ব্যবহার করেছি।তারপরের সংখ্যা আবার ২ দুইয়ের জন্য বাম পাশে দুটি দাগ ব্যবহার করেছি।সর্বশেষ হচ্ছে ৩ তিনের জন্য ডানপাশে তিনটি দাগ ব্যবহার করেছি।এখন আমরা দাগ গুলোর পয়েন্ট গননা করবো।আপনারা ছবিতে দেখতে পারছেন দাগ গুলো মিলে একটি বর্গের মত হয়েছে তবে ঠিক বর্গ বলা যায় না।এখন যোগ করা শুরু করুন নিচের ডান দিকের পয়েন্ট যোগ করলে হয় ৬। খেয়াল করুন বর্গের মধ্যে একটি অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি আমরা অ্যারো চিহ্নের দুই কোণের যে পয়েন্ট রয়েছে (নীল কলম দিয়ে গোল করা এই গুলো হচ্ছে পয়েন্ট) তা যোগ করবো।যোগ করলে হয় ৭।এরপর উপরের বাম দিকেরটা যোগ করলে হয় ২।এখন সাজিয়ে লেখুন প্রথমে বাম দিকেরটি তারপর মাঝেরটি তারপর শেষেরটি।উওর হয় ২৭৬।ক্যালকুলেটরে করে দেখুন।
জানিনা কতটুকু বুঝিয়ে লেখতে পেরেছি।চিত্রের দিকে ভালো করে খেয়াল করলে পারবেন।সংখ্যা বেশি হলে দাগ বেশি হবে আর ১০ এর চেয়ে বড় হলে হাতের ১ যোগ হবে।
বিঃদ্রঃ এই পদ্ধতি ব্যবহার করবেননা।আগের পদ্ধতিতে কাজ করুন।এটি জাস্ট মজা তাই শেয়ার করলাম।আমি একটি ভিডিওতে এই পদ্ধতি দেখেছি তাই নিজে দুষ্টুমি করে বানিয়ে পেল্লাম।
বুঝতে অসুবিধা হলে বলবেন।ভিডিও লিংক পেলে কমেন্ট বক্সে দিয়ে দেব।
ধন্যবাদ সবাই কে ভাল থাকুন।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!