বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

ধনী হবার মজার খেলা এখন অ্যান্ড্রয়েড ফোনে।


ছোট বেলায় এই গেমসটি অনেকেই খেলেছেন।গেমসটির নাম "RENTO" অথবা "MONOPOLY" এটি ইংরেজি ভাষায় MONOPOLY নামে পরিচিত। আর বাংলাতে বলে "বাংলার মনপোলী" বা এক কথায় "ধনী হবার মজার খেলা" প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে খেলতে পারেন। "RENTO" Free version আর "MONOPOLY" Paid version 
অসাধারন মজার একটি খেলা।খেলার নিয়ম কানুন সহজে আয়ত্বকরা যায়।এছাড়া টাকা সংক্রান্ত খেলাবিধায় এই খেলাটি অধিক জনপ্রিয়।
Play Store Link : https://play.google.com/store/apps/details?id=air.bg.lan.Monopoli

আরো গেমসঃ ক্যাস অফ ক্লান




মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

সাপের সেই খেলা

সাপের সেই খেলা
nonameতুমুল জনপ্রিয় গেম কোনটি? সমস্বরে অনেকেই বলতে বাধ্য হবেন ১৯৯৭ সালের নকিয়ার সেই স্নেক গেমটি। চারদিক ঘুরিয়ে-ফিরিয়ে সাপকে খাবার খাইয়ে বড় করতে হতো আর নিজের স্কোর বাড়াতে হতো। সেই সময়ের আলোচিত গেম ছিল এটি। পুরোনো চাল যে ভাতে বাড়ে, কথাটা মিথ্যা নয়—‘স্নেক ৯৭’ সেটি দেখিয়েছে আরেকবার।
মুঠোফোনের সাদা-কালো পর্দার স্নেক গেমের কথা যদি এখনো আপনা মনে থাকে তবে শুনে রাখুন, এখন চাইলেই জনপ্রিয় স্নেক গেমসকে পুরোনোর আদলে আইফোন, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও খেলতে পারবেন। যদি আপনি পুরোনো স্নেক গেমটি না খেলে থাকেন, তবে স্নেক ৯৭ আপনাকে পুরোনো আমেজ দেবে নতুন করে।
গেমটি চালু করে ডট ম্যাট্রিক্সের পর্দা আর চিরচেনা ব্লিপ-ব্লিপ শব্দে সাপকে একের পর এক ডটগুলো খাওয়াতে হবে এবং নয়টি আসল ও তিনটি অতিরিক্ত ধাপ সম্পন্ন করতে হবে। সাপের নিজের গায়ে কিংবা দেয়ালে লেগে গেলে লেভেল শেষ হয়ে যাবে। আগের মতোই সর্বোচ্চ স্কোরকে রিসেট করার কোনো সুবিধা রাখা হয়নি। যখন-তখন পর্দা পরিবর্তন করে নকিয়ার পুরোনো যেকোনো ফোনের আমেজে খেলা যাবে।
স্নেকের পুরোনো গেমাররা নতুন করে খেলার জন্য মুখিয়ে আছেন বটে, কিন্তু যাঁরা এখনো খেলেননি, তাঁদের জন্য বলতে হয়, গত বছরের আগস্টে মুক্তি পাওয়া গেমটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এক কোটিবারেরও বেশি নামানো হয়েছে। তাই পুরোনো আমেজ ফিরে আনতে স্নেক ৯৭ গেমটি আপনাকে খেলতেই হবে।
নামানোর ঠিকানা
আইফোন: https://goo.gl/KKbsxm
অ্যান্ড্রয়েড: https://goo.gl/tgofcx
উইন্ডোজ ফোন: http://goo.gl/sc8Kmb

সোমবার, ২৯ জুন, ২০১৫

Clash Of clan (ক্যাস অফ ক্লান)

ক্লাস অফ ক্লান্স (Clash of clans)
কি?
– কি আর বলার আছে? ক্লাস অফ
ক্লান্স ব্যাক্তিগত ভাবে অতি
প্রিয় একটা গেম।অনলাইন গেম।
এন্ড্রয়েড এবং আইওএস এর জন্যে
বিখ্যাত গেম নির্মাতা
সুপারসেল (supercell) এর নির্মিত
অনলাইন গেম।আসলে সুপারসেল
ক্লাস অফ ক্লান্স এর জন্যেই
বিখ্যাত।আমি প্লে স্টোরে
অনেক রিভিও দেখছি যেইগুলায়
লেখা “I love supercell only for clash of
clans”. তো কাহিনী হইলো ক্লাস
অফ ক্লান্স strategy গেম।
অনেকেরই স্ত্রাতেগ্য গেম ভাল
লাগে না।কিন্তু ক্লাস অফ
ক্লান্স তিন চার দিন খেলার পর
ভাল না লেগে উপায় নাই।এক
ধরনের নেশা আছে গেম টায়।
ক্লাস অফ ক্লান্স এর বিশেষ
আকর্ষন হল ক্লান এবং ক্লান
ওয়ার।অসাধারন ব্যাপার।আর
তোমার অন্যান্য ফ্রেন্ড এর
সাথে চ্যাটিং করা
যাবে,একে অন্য কে ট্রুপ আই মিন
তোমার যে সৈন্য থাকবে তা
ডোনেট করতে পারবে।
অসাধারন এক কথায়।যারা ক্লাস
অফ ক্লান্স যযারা খেলে নাই
তারা দ্রুত শুরু করে দেও।তো
আমরা ক্লাস অফ ক্লান্স এর
বিভিন্ন ব্যাপার স্যাপার
নিয়ে আলাপ আলোচনা করবো।
ব্লগ এ ভিসিট করতে থাকুন।আর
অনুরোধ থাকবে পারলে ব্লগ এ
রেজিস্টার করে আমাদের
সাথে বিভিন্ন জিনিস শেয়ার
করে আমাদের সাহায্য করবা।

বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

খেলে দেখুন "Finger Creicket"

আমরা ছোট বেলাই অনেকেই এই খেলাটি খেলেছি।বিশেষ করে বিদ্যালয়ে বন্ধুদের সাথে এটা হাতের আঙ্গুলের মাধ্যমে খেলা হয়।যাকে আমরা ক্রিকেট বলে থাকি।ক্লাসের পূর্বে অথবা বিরতির সময় এটি খেলা হত।এখন আমরা আমাদের স্মার্টফোনে এই খেলাটি খেলতে পারি খেলাটির নাম দেওয়া হয়েছে "Finger Cricket" অনেক মজার একটি খেলা।গুগল PLAY Store অথবা Mobogenie থেকে ডাউনলোড করা যাবে।ধন্যবাদ।