সোমবার, ১৬ মে, ২০১৬

অ্যাপবাজারে রেফারেল বোনাস | অ্যাকাউন্ট করে জিতুন ১০ টাকা

বাংলাদেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম অ্যাপবাজারে চালু হয়েছে রেফারেল বোনাস সুবিধা। এই বোনাসের টাকা ব্যবহার করে পেইড অ্যাপ্লিকেশন কিনতে পারবেন ব্যবহারকারীরা।
রেফারেল বোনাস পেতে হলে প্রথমে অ্যাপবাজারে লগইন করতে হবে। তারপর ইউজার মেনু থেকে ‘বন্ধুদের আমন্ত্রণ’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে রেফারেল লিংক পাওয়া যাবে। এই লিংক থেকে যদি কোনো ব্যবহারকারী অ্যাপ বাজারে নিবন্ধন করেন তাহলে ব্যবহারকারী পাবেন ১০ টাকা বোনাস। আর যে ব্যবহারকারী নিবন্ধন করাবেন তিনি পাবেন পাঁচ টাকা বোনাস।
appbajar-ataturktimes

অ্যাপবাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড অ্যাপ বাংলাদেশের প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব টেকশহর ডটকমকে জানান, অ্যাপস কিভাবে মানুষের জীবনে আরও জীবন ঘনিষ্ট করে তুলতে পারে তারই প্রয়াস অ্যাপবাজার। ব্যবহারকারীদের সুবিধার জন্য অ্যাপবাজার নিয়ে এসেছে এই সুবিধা। সামনে আরও চমকপ্রদ অফার থাকবে অ্যাপবাজার ব্যবহারকারীদের জন্য।
বর্তমানে অ্যাপবাজারে অ্যাপের সংখ্যা হাজারেও বেশি। দিন দিন এর সংখ্যা আরও বাড়ছে বলে জানান বিপ্লব। বর্তমানে অ্যাপস বিক্রি হয়েছে ৬৪৭৩ কপি। অ্যাপবাজরে দেশীয় ডেভেলপারদের পাশাপাশি বর্হিরবিশ্বের ডেভেলপারদের মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া থেকে অ্যাপস জমা পড়ছে।
এই ঠিকানায় গিয়ে অ্যাপ বাজারে নিবন্ধন করতে পারবেন ব্যবহারকারীরা। তাহলে ১০ টাকা বোনাস পাবেন এবং লিংক শেয়ার করে প্রতি নিবন্ধনের জন্য পেতে পারেন পাঁচ টাকা বোনাস।
সরাসরি লিংকঃ http://www.appbajar.com/bn/r/193738

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

ধনী হবার মজার খেলা এখন অ্যান্ড্রয়েড ফোনে।


ছোট বেলায় এই গেমসটি অনেকেই খেলেছেন।গেমসটির নাম "RENTO" অথবা "MONOPOLY" এটি ইংরেজি ভাষায় MONOPOLY নামে পরিচিত। আর বাংলাতে বলে "বাংলার মনপোলী" বা এক কথায় "ধনী হবার মজার খেলা" প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে খেলতে পারেন। "RENTO" Free version আর "MONOPOLY" Paid version 
অসাধারন মজার একটি খেলা।খেলার নিয়ম কানুন সহজে আয়ত্বকরা যায়।এছাড়া টাকা সংক্রান্ত খেলাবিধায় এই খেলাটি অধিক জনপ্রিয়।
Play Store Link : https://play.google.com/store/apps/details?id=air.bg.lan.Monopoli

আরো গেমসঃ ক্যাস অফ ক্লান




শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

যে ভাবে অ্যান্ড্রয়েড দিয়ে ইউটিউব { Youtube } থেকে ভিডিও ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম।সবাই কে স্বাগতম।

ইউটিউব একটি জানপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখা গেলও ডাউনলোড করা যায়না।এছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক থার্ডপার্টি অ্যাপস গুগল বন্ধ করে দিয়েছে।
এখন,
আজ আমরা খুব সহজে শিখব কি ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।নিচের স্টিপ গুলো লক্ষ্য করুন আপনিও পারবেন তেমন কঠিন কোন কাজ নয়।

     
  1. প্রথমে www.google.com এ গিয়ে "Tubemate" লিখে সার্চ করুন।অথবা সরাসরি www.Tubemate.net এ যান।এবং চিত্রের চিহ্নিত লিংকে ক্লিক করুন। "Google এর ক্ষেত্রে"।"TubeMate Youtube Downloader 2.2.5-Official website" এ ক্লিক করুন।অন্যথায় সরাসরি ২য় ধাপ লক্ষ্য করুন।নতুন পেজ ওপেন হবে।       
  2. তারপর,নিচের ছবির "Android Freeware" এ ক্লিক করুন।নতুন পেজ ওপেন হবে।                                   

  3. এইবার "Install App" এ ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।ডাউনলোড হয়ে গেলে ইনন্টল করুন এবং অ্যাপসটি ওপেন করুন।                                                                                                                        
  4. সরাসরি ইউটিউব পেজ ওপেন হবে।এখন আপনার কাঙ্খিত ভিডিওটি সার্চ করুন।তারপর ভিডওতে ক্লিক করলে নিচের ছবিটি আসবে।                                                                                                                 


  5. ডাউনলোড করার জন্য লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন।
  6. এই বার আপনার পচন্দ অনুযায়ী ফরমেটে ক্লিক করুন এবং আবার লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে।                
      [বি:দ্র: ভিডিও না ভিউ করে ডাউনলোড করবেন না।কারণ এখানে অনেক ধোঁকাবাজি রয়েছে।]
             উপকৃত হলে শেয়ার করতে ভুলবেনা 
 

    শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

    বাঁশের তৈরি স্মার্টফোন

    ম্যাক্সিমাসের তৈরি আইএক্স কেইন
    নামের একটি মোবাইল স্মার্টফোন
    রয়েছে, যা তৈরিতে ব্যবহার করা
    হয়েছে বাঁশের বিশেষ উপাদান।
    কোয়ারটেল ইনফোটেক লিমিটেডের
    মালিকানাধীন ম্যাক্সিমাস মোবাইল
    বাংলাদেশের বাজারে এই ফোনটি
    বিক্রি করছে। ম্যাক্সিমাস কর্তৃপক্ষ
    জানিয়েছে, স্মার্টফোনটির
    কাঠামো তৈরিতে ব্যবহার করা
    হয়েছে জাপানের বিশেষ ধরনের
    বাঁশের উপাদান।
    আইএক্স কেইনের স্মার্টফোনটির
    পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল
    অ্যাডভান্সড এইচডি ক্যামেরা। সনি
    ইএক্সএমওআর সেন্সর সুবিধার এই
    ক্যামেরায় তোলা ছবির মান
    তুলনামূলকভাবে অনেক উন্নত।
    স্মার্টফোনটির সামনে রয়েছে দুই
    মেগাপিক্সেলের ক্যামেরা। স্বল্প
    আলোতে ভালো ছবি তোলার
    সুবিধার জন্য স্মার্টফোনটিতে রয়েছে
    পাঁচটি মাল্টিলেয়ার কোটিং লেন্স,
    যার অ্যাপারচার এফ ২.৪।
    ম্যাক্সিমাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে
    জানিয়েছে, বাংলাদেশের
    বাজারে উন্নত স্মার্টফোন বিক্রির
    পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা।
    আইএক্স কেইন স্মার্টফোনটিতে এক
    দশমিক ৩৬ গিগাহার্টজ কোয়াডকোর
    প্রসেসর, মিডিয়াটেকের এমটিকে
    ৬৫৮২ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাঁচ
    ইঞ্চি মাপের আইএক্স কেইন
    স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন
    ১২৮০ বাই ৭২০ পিক্সেল। ডিসপ্লে
    সুরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে কর্নিং গরিলা
    গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে রয়েছে
    মালি ৪০০ জিপিইউ এবং এক জিবি
    র্যাম ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ।
    অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং
    সিস্টেমের এই ফোনটি অ্যান্ড্রয়েড
    ৫.১ বা ললিপপে হালনাগাদ করে
    নেওয়া যায়। এর ব্যাটারি দুই হাজার
    ১০০ মিলিঅ্যাম্পিয়ার। দুই সিম
    সুবিধার ফোনটিতে ওটিএ, ওটিজি,
    থ্রিজি, এফএম রেডিও ব্লু-টুথ, ওয়াই-ফাই
    হটস্পট এবং মাইক্রো ইউএসবি ব্যবহারের
    সুবিধা রয়েছে।
    দেশের বাজারে ১৩ হাজার ৯৯৯
    টাকায় এই স্মার্টফোনটি বিক্রি করছে
    মাইক্রোম্যাক্স।

    মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

    যে অ্যান্ড্রয়েড অ্যাপে বিপদ

    যে অ্যান্ড্রয়েড অ্যাপে বিপদ
    নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

    আপনি কী অ্যান্ড্রয়েডচালিত ফোন ব্যবহারকারী? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই খবর কিছুটা দুঃসংবাদেরই বটে। নিরাপত্তা গবেষকেরা সম্প্রতি ১০০ টিরও বেশি অ্যাপ্লিকেশন খুঁজে বের করেছেন যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। এসব অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর লগ ইন তথ্য পুরোপুরি নিরাপদ থাকে না বলে সহজেই পাসওয়ার্ড চুরি করে নিতে পারে হ্যাকাররা। এর চেয়েও বিপদজনক হচ্ছে, এই নিরাপত্তা ত্রুটির কথা জেনেশুনেও অধিকাংশ অ্যাপ নির্মাতারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

    গবেষকেরা বলছেন, অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যাটি হচ্ছে এইচটিটিপিএস দুর্বলতা। এইচটিটিপিএস হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকলের নিরাপদ ভার্সন। ডিজিটালভাবে ডেটাগুলো একত্র করে গোপনীয়তা বজায় রেখে ইউজার ডিভাইস থেকে অনলাইন সার্ভারে স্থানান্তর করে। যা তথ্যগুলো অন্যদের নজরদারি থেকে রক্ষা করে। যেসব সাইটের অ্যাড্রেস এইচটিটিপিএস দিয়ে শুরু হয় সেগুলোতে তথ্য অধিকতর নিরাপদ থাকে।
    গবেষকেদের দাবি, এইচটিটিপিএসের এই দুর্বলতা নতুন সমস্যা নয়। দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে এই সমস্যাটি আছে মনে সন্দেহ করা হয়। এতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ধাঁধার মধ্যে ফেলে দেয়।
    গবেষকেরা বলছেন, ম্যাচ ডটকম, এনবিএ গেম টাইম, সেফওয়ে, পিৎজা হাটের মতো অ্যাপ্লিকেশনও নিরাপদ নয়।
    গবেষকেদের পরামর্শ হচ্ছে, এ ধরনের অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করে থাকেন তবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন এবং এসব অ্যাপে নিরাপত্তা হালনাগাদ না করা পর্যন্ত তা ব্যবহার বন্ধ রাখুন।

    রবিবার, ৩১ মে, ২০১৫

    স্বল্প মূল্যে স্মার্ট ফোন

    স্বল্প মূল্যে স্মার্ট ফোন
    সিম্ফনি ই৫

    দুই হাজার ৬৯০ টাকায় ই ফাইভ নামের একটি স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি। ই ফাইভ স্মার্টফোনে দরকারি সব অ্যাপস ব্যবহার করার জন্য রয়েছে ৫১২ মেগাবাইট রম এবং ২৫৬ মেগাবাইট র‍্যাম। ইন্টারনেট ব্যবহার আরও সহজ করার জন্য এতে রয়েছে ওয়াইফাই, এজ সুবিধাও।

    ছবি তোলার জন্য ই ফাইভে রয়েছে একটি ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এক গিগাহার্টজ প্রসেসরের সাড়ে তিন ইঞ্চি মাপের ঝকঝকে ডিসপ্লে সুবিধার এই স্মার্টফোনে রয়েছে কিটক্যাট অপারেটিং সিস্টেমের আদলের ইন্টারফেস। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে জিঞ্জারব্রেড।
    সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, দামের দিক থেকে স্মার্টফোন অনেকের নাগালে থাকলেও এ দেশের বেশির ভাগ সাধারণ মানুষের কাছে এখনো সহজলভ্য হয়নি। আর তাই দেশের সকল মোবাইল গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও জনপ্রিয় করে তুলতে সিম্ফনি এবার বাজারে ই ফাইভ স্মার্টফোনটি। বর্তমানে বাজারের অন্যান্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এটি। আজ থেকে সিম্ফনির সকল ব্র্যান্ড আউটলেটসহ দেশের অধিকাংশ মোবাইল দোকানে পাওয়া যাবে স্মার্টফোনটি।
    সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশীদ বলেন, ‘দেশের মানুষের জন্য ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবার আমরা এত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এনেছি। আমার দৃঢ় বিশ্বাস, এই স্মার্টফোনটি সারা দেশের সাধারণ মানুষের স্মার্টফোন হিসেবে পরিচিতি পাবে।’

    বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

    খেলে দেখুন "Finger Creicket"

    আমরা ছোট বেলাই অনেকেই এই খেলাটি খেলেছি।বিশেষ করে বিদ্যালয়ে বন্ধুদের সাথে এটা হাতের আঙ্গুলের মাধ্যমে খেলা হয়।যাকে আমরা ক্রিকেট বলে থাকি।ক্লাসের পূর্বে অথবা বিরতির সময় এটি খেলা হত।এখন আমরা আমাদের স্মার্টফোনে এই খেলাটি খেলতে পারি খেলাটির নাম দেওয়া হয়েছে "Finger Cricket" অনেক মজার একটি খেলা।গুগল PLAY Store অথবা Mobogenie থেকে ডাউনলোড করা যাবে।ধন্যবাদ।