শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

গুগল ক্রোমে নতুন ফিচার


গুগল ক্রোমের "Google Chrome" আপডেট ভার্সনে যোগ হয়েছে গুগলের নতুন সুবিধা যা সম্পূর্ণ সার্চ ইঞ্জিনের সাথে সাদৃশ্য।

আপনি যখন কোন ওয়েব সাইট অথবা ব্লগ ভিজিট করবেন।অথবা কোন আর্টিকেল পড়বেন তখন এই সুবিধাটি পাবেন।

একটি আর্টিকেলের কোন শব্দে আপনি ক্লিক করলে ঐ শব্দটি হাইলাইট হবে এবং ফুটারে গুগল এই শব্দটি হাইলাইট করে একটি পপআফ স্লাইড আপনাকে দেখাবে।আপনি যদি শব্দটি সম্পর্কে জানতে চান অথবা এই বিষয়ে আরো জানতে চান গুগল উক্ত বিষয় নিয়ে সার্চ ইঞ্জিনের মত একটি পেজ দেখাবে।আপনি চাইলে পেজটি উপরে টেনে দেখতে পারেন আবার রিমোবও করতে পারেন।অবশ্যই এখানে আপনার নিয়ন্ত্রন থাকবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

মঙ্গল গ্রহে পানির সন্ধান! গুগল ডুডুলের পরিবর্তন!



পানির সন্ধান পাওয়া গেছে মঙ্গল গ্রহে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র এমন ঘোষণার পর ডুডলে পরিবর্তন এনেছে সার্চ জায়ান্ট গুগল।
টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মহাকাশ গবেষণায় মানুষের আরো একটি সাফল্য উদযাপন করতেই ডুডলে পরিবর্তন এনেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগল শব্দের দ্বিতীয় ‘ও’ টিকে মঙ্গলের লাল মাটির গ্রহের মতো করে তৈরি করা হয়েছে। আর গ্রহের মধ্যে একটি কার্টুন তৈরি করা হয়েছে। যেখানে স্ট্র দিয়ে গ্লাস থেকে পানি খাচ্ছে ওই কার্টুনটি। পাশাপাশি শেয়ার করা যাবে নতুন গুগল ডুডল।
বাংলাদেশ সময় সোমবার রাত ১০টার কিছু আগে নাসা এ ঘোষণা দেয়। এর কিছু সময় পরে এ সাফল্য উদযাপন করতে ডুডলে পরিবর্তন আনে গুগল।
ওয়াশিংটনের নাসা সদর দপ্তরের মঙ্গল রহস্যের সমাধান শিরোনামে সংবাদ সম্মেলনে বিজ্ঞানের এই বিশাল আবিষ্কার সম্পর্কে বিশ্ববাসীকে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার দাবি মঙ্গলের মার্সিয়ান স্তরে পানির রয়েছে। তবে পানির উৎস সম্পর্কে এখনো নিশ্চিত নয় বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের নিচের কোনো পানির উৎস থেকে পানি এসেছে।
অনেকদিন ধরেই মঙ্গলগ্রহে পানির অস্তিত্ব নিয়ে বিতর্ক চলঠিল। সংস্থাটির সর্বশেষ অনুসন্ধান অনুযায়ী বরফের সাগর নয় মঙ্গলে পানির প্রবাহ আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২০২৪ সালে মঙ্গলগ্রহে পাড়ি দিতে যাচ্ছেন একদল উৎসুক মানুষ। তাঁরা শুধু যেতে পারবেন কিন্তু ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আপনি গুগলার হলে তথ্য গুলো আপনার জন্য।

আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগল এবং গুগলের সেবাগুলোর সাথে পরিচিত নন তাতো আর হতে পারেনা। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।
১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে http://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।