![]() |
Advertisement |
পানির সন্ধান পাওয়া গেছে মঙ্গল গ্রহে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র এমন ঘোষণার পর ডুডলে পরিবর্তন এনেছে সার্চ জায়ান্ট গুগল।
টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মহাকাশ গবেষণায় মানুষের আরো একটি সাফল্য উদযাপন করতেই ডুডলে পরিবর্তন এনেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগল শব্দের দ্বিতীয় ‘ও’ টিকে মঙ্গলের লাল মাটির গ্রহের মতো করে তৈরি করা হয়েছে। আর গ্রহের মধ্যে একটি কার্টুন তৈরি করা হয়েছে। যেখানে স্ট্র দিয়ে গ্লাস থেকে পানি খাচ্ছে ওই কার্টুনটি। পাশাপাশি শেয়ার করা যাবে নতুন গুগল ডুডল।
বাংলাদেশ সময় সোমবার রাত ১০টার কিছু আগে নাসা এ ঘোষণা দেয়। এর কিছু সময় পরে এ সাফল্য উদযাপন করতে ডুডলে পরিবর্তন আনে গুগল।
ওয়াশিংটনের নাসা সদর দপ্তরের মঙ্গল রহস্যের সমাধান শিরোনামে সংবাদ সম্মেলনে বিজ্ঞানের এই বিশাল আবিষ্কার সম্পর্কে বিশ্ববাসীকে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার দাবি মঙ্গলের মার্সিয়ান স্তরে পানির রয়েছে। তবে পানির উৎস সম্পর্কে এখনো নিশ্চিত নয় বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের নিচের কোনো পানির উৎস থেকে পানি এসেছে।
অনেকদিন ধরেই মঙ্গলগ্রহে পানির অস্তিত্ব নিয়ে বিতর্ক চলঠিল। সংস্থাটির সর্বশেষ অনুসন্ধান অনুযায়ী বরফের সাগর নয় মঙ্গলে পানির প্রবাহ আছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২০২৪ সালে মঙ্গলগ্রহে পাড়ি দিতে যাচ্ছেন একদল উৎসুক মানুষ। তাঁরা শুধু যেতে পারবেন কিন্তু ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!