![]() |
Advertisement |
গুগল ক্রোমের "Google Chrome" আপডেট ভার্সনে যোগ হয়েছে গুগলের নতুন সুবিধা যা সম্পূর্ণ সার্চ ইঞ্জিনের সাথে সাদৃশ্য।
আপনি যখন কোন ওয়েব সাইট অথবা ব্লগ ভিজিট করবেন।অথবা কোন আর্টিকেল পড়বেন তখন এই সুবিধাটি পাবেন।
একটি আর্টিকেলের কোন শব্দে আপনি ক্লিক করলে ঐ শব্দটি হাইলাইট হবে এবং ফুটারে গুগল এই শব্দটি হাইলাইট করে একটি পপআফ স্লাইড আপনাকে দেখাবে।আপনি যদি শব্দটি সম্পর্কে জানতে চান অথবা এই বিষয়ে আরো জানতে চান গুগল উক্ত বিষয় নিয়ে সার্চ ইঞ্জিনের মত একটি পেজ দেখাবে।আপনি চাইলে পেজটি উপরে টেনে দেখতে পারেন আবার রিমোবও করতে পারেন।অবশ্যই এখানে আপনার নিয়ন্ত্রন থাকবে।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!