বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

মাইক্রোসফটের প্রথম ল্যাপটপ সারফেস বুক

ad300
Advertisement
এবার যেন ভিন্ন এক মাইক্রোসফটকে দেখা গেল পণ্য উন্মোচনের অনুষ্ঠানে। একের পর এক চমৎকার সব নতুন ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তবে মাইক্রোসফটের চমকটা ছিল একেবারে অনুষ্ঠানের শেষে। সবাইকে অবাক করে শেষপ্রাান্তে সারফেস বুক ল্যাপটপ আনার ঘোষণা দিল সফটওয়্যার জায়ান্টটি। এটি বিল গেটসের কোম্পানির তৈরি প্রথম ল্যাপটপ।

অনুষ্ঠান শেষ হতে না হতেই চমৎকার ডিজাইনের ল্যাপটপটিকে অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে। মাইক্রোসফটের দাবি এটি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী।
অনুষ্ঠানে নতুন লুমিয়া ফোনও বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি।

মাইক্রসফট সার্ফেস বুক

১৩ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটি ২৬৭ পিপিআর সমৃদ্ধি। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের গ্লাস। ফলে ডিসপ্লের ভিউ এঙ্গেল হবে দারুণ।
এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বশেষ কোর প্রসেসর। ল্যাপটপটিতে আছে ইন্টেলের স্কাইলেক গ্রুপের ষষ্ঠ প্রজন্মের  কোর আই৭ প্রসেসর। আছে এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা। উন্নত গ্রাফিক্স সেবা দিতে রয়েছে জিডিডিআর৫ এনভিডিয়া জিফোরস জিপিইউ। ফলে যে কোনো হাই রেজুলেশনের গেইম অনাসয়ে খেলা যাবে ল্যাপটপটিতে।
এটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাটারি ব্যাকআপ। এতদিন ব্যাটারি ব্যাকআপে রাজা ছিল অ্যাপলের ম্যাকবুক। তবে এবার সারফেস বুকে টানা ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানাতে চায় মাইক্রোসফট।
২৬ অক্টোবর থেকে বাজারে বিক্রি শুরু হবে ল্যাপটপটি। এটির মূল্য নিধারণ করা হয়েছে  এক হাজার ৪৯৯ মার্কিন ডলার।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comment:

আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!