শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

শনিবার, ১১ জুলাই, ২০১৫

"নতুন আইফোন তৈরির কাজ শুরু হচ্ছে।"

এ বছরের শেষ নাগাদ আবার নতুন আইফোন তৈরি শুরু করতে যাচ্ছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক উৎপাদন পর্যায় শুরু করতে বিশাল প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্তৃপক্ষ ডিসপ্লে নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এবারে সাড়ে আট থেকে নয় কোটি ইউনিট চার দশমিক সাত ও পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফরমায়েশ দিয়েছে।

মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

যে অ্যান্ড্রয়েড অ্যাপে বিপদ

যে অ্যান্ড্রয়েড অ্যাপে বিপদ
নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।

আপনি কী অ্যান্ড্রয়েডচালিত ফোন ব্যবহারকারী? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই খবর কিছুটা দুঃসংবাদেরই বটে। নিরাপত্তা গবেষকেরা সম্প্রতি ১০০ টিরও বেশি অ্যাপ্লিকেশন খুঁজে বের করেছেন যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। এসব অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর লগ ইন তথ্য পুরোপুরি নিরাপদ থাকে না বলে সহজেই পাসওয়ার্ড চুরি করে নিতে পারে হ্যাকাররা। এর চেয়েও বিপদজনক হচ্ছে, এই নিরাপত্তা ত্রুটির কথা জেনেশুনেও অধিকাংশ অ্যাপ নির্মাতারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

গবেষকেরা বলছেন, অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যাটি হচ্ছে এইচটিটিপিএস দুর্বলতা। এইচটিটিপিএস হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকলের নিরাপদ ভার্সন। ডিজিটালভাবে ডেটাগুলো একত্র করে গোপনীয়তা বজায় রেখে ইউজার ডিভাইস থেকে অনলাইন সার্ভারে স্থানান্তর করে। যা তথ্যগুলো অন্যদের নজরদারি থেকে রক্ষা করে। যেসব সাইটের অ্যাড্রেস এইচটিটিপিএস দিয়ে শুরু হয় সেগুলোতে তথ্য অধিকতর নিরাপদ থাকে।
গবেষকেদের দাবি, এইচটিটিপিএসের এই দুর্বলতা নতুন সমস্যা নয়। দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে এই সমস্যাটি আছে মনে সন্দেহ করা হয়। এতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ধাঁধার মধ্যে ফেলে দেয়।
গবেষকেরা বলছেন, ম্যাচ ডটকম, এনবিএ গেম টাইম, সেফওয়ে, পিৎজা হাটের মতো অ্যাপ্লিকেশনও নিরাপদ নয়।
গবেষকেদের পরামর্শ হচ্ছে, এ ধরনের অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করে থাকেন তবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন এবং এসব অ্যাপে নিরাপত্তা হালনাগাদ না করা পর্যন্ত তা ব্যবহার বন্ধ রাখুন।

রবিবার, ৩১ মে, ২০১৫

স্বল্প মূল্যে স্মার্ট ফোন

স্বল্প মূল্যে স্মার্ট ফোন
সিম্ফনি ই৫

দুই হাজার ৬৯০ টাকায় ই ফাইভ নামের একটি স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি। ই ফাইভ স্মার্টফোনে দরকারি সব অ্যাপস ব্যবহার করার জন্য রয়েছে ৫১২ মেগাবাইট রম এবং ২৫৬ মেগাবাইট র‍্যাম। ইন্টারনেট ব্যবহার আরও সহজ করার জন্য এতে রয়েছে ওয়াইফাই, এজ সুবিধাও।

ছবি তোলার জন্য ই ফাইভে রয়েছে একটি ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এক গিগাহার্টজ প্রসেসরের সাড়ে তিন ইঞ্চি মাপের ঝকঝকে ডিসপ্লে সুবিধার এই স্মার্টফোনে রয়েছে কিটক্যাট অপারেটিং সিস্টেমের আদলের ইন্টারফেস। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে জিঞ্জারব্রেড।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, দামের দিক থেকে স্মার্টফোন অনেকের নাগালে থাকলেও এ দেশের বেশির ভাগ সাধারণ মানুষের কাছে এখনো সহজলভ্য হয়নি। আর তাই দেশের সকল মোবাইল গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও জনপ্রিয় করে তুলতে সিম্ফনি এবার বাজারে ই ফাইভ স্মার্টফোনটি। বর্তমানে বাজারের অন্যান্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এটি। আজ থেকে সিম্ফনির সকল ব্র্যান্ড আউটলেটসহ দেশের অধিকাংশ মোবাইল দোকানে পাওয়া যাবে স্মার্টফোনটি।
সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশীদ বলেন, ‘দেশের মানুষের জন্য ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবার আমরা এত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এনেছি। আমার দৃঢ় বিশ্বাস, এই স্মার্টফোনটি সারা দেশের সাধারণ মানুষের স্মার্টফোন হিসেবে পরিচিতি পাবে।’