রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকে নিয়ে নিন আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার – কোন প্রকার অটো ফ্রেন্ড রিকুয়েস্ট সিস্টেম ছাড়াই।






হ্যালো,

সবাই আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লা আমিও ভাল আছি।
আজকে আপনাদের জন্য একটি দারুন টিউন নিয়ে এসেছি। টিউনের টাইটেল হল : কোন প্রকার আটো সিস্টেম ছাড়াই ম্যানুয়েলি আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট নিয়ে নিন। এক দিনে ৫০০০ হাজার ফ্রেন্ড রিকুয়েস্টও পাওয়াও সম্ভব। আসলে, আমাদের সকলেরই ফলোওয়ার প্রয়োজন আশা করি আপনারও প্রয়োজন। কেন প্রয়োজন সেগুলো নিচে আলোচনা করা হল।

প্রথমে জানিয়ে দিয় এই পদ্ধতি নিরাপদ কি না!

হ্যা, অবশ্যই এই পদ্ধতি নিরাপদ। কেন নিরাপদ? তা হল আমরা এখানে কোন প্রকার ইন্টারনাল বা এক্সর্টারনাল কোড ব্যবহার করবোনা। আমরা অনেক সময় দেখতে পায় অনেকে জাবা স্ক্রিপট (JavaScript) ব্যবহার করে ফেসবুকে অটোলাইক, অটোফলোয়ার নেয়। সেই রকম একটা টিউন আমি পূর্বে এখানে করেছিলাম লিংক এখানে। তবে এখানে কোন প্রকার জাবা স্ক্রিপট (JavaScript) ব্যবহার করা হবেনা তাই আইডি ব্যানের কোন সম্ভাবনা নেই। এছাড়া বর্তমানে এইসব স্ক্রিপ্ট কাজ করে না। এবং কাজ করলেও আইডি ব্যান অথবা ডিজএবল হওয়ার চান্স থাকে বেশি। সুতরাং যা করবেন তা ঝুঁকিমুত্ত থেকেই করুন।

ফ্রেন্ড এবং ফলোয়ার কেন প্রয়োজন?

ফেসবুকের প্রধান আকর্ষন হচ্ছে ফ্রেন্ড এবং ফলোওয়ার। ফ্রেন্ড না থাকলে  আপনার আইডি মূল্যহীন হয়ে পড়বে যেমন টি ভিজিটর ছাড়া ব্লগ বা ওয়েব সাইট মূল্যহীন। এছাড়া ফ্রেন্ডস এবং ফলোয়ার থাকলে আপনি সহজে ফেসবুক মার্কেটিং করতে পারবেন, যে কোন প্রোডাক্ট হাইলাইট করতে পারবেন এবং বিক্রয়ের সম্ভাবনা বাড়বে। বিশেষ করে যারা ফেসবুকে মার্কেটিং করেন তাদের জন্য এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ।
কিভাবে নিবেন এক দিনে ৫০০০ ফ্রেন্ড রিকুয়েস্ট। জানতে এই আর্টিকেলটি দেখুন। লিংক এখানে এবং এখানে

ধন্যবাদ সবাই কে। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকের বার ভাই! (কিলার ট্রিকস)

ফেসবুক

ফেসবুক ব্যবহার করেন না আশা করি এই রকম কেউ এই ব্লগে নাই। ফেসবুক শুধু মাত্র নিউজফিডে সীমাবদ্ধ নয়। আছে অনেক ফিচার, উদ্ভব হচ্ছে নতুন নতুন অনেক ফিচার।

ফেসবুকের বার ভাই বলতে আজকে আমি ১২ টি সিম্পল ট্রিকসের সন্ধান দেব, আশা করি সবার কাজে লাগবে।

১. যেভাবে ফেসবুকের প্রোপাইল নাম সিঙ্গেল বা এক শব্দে করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

২. যেভাবে ফেসবুকে ব্লাংক (ফাঁকা) স্ট্যাটাস, টিউমেন্ট, ম্যাসেজ করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৩. যেভাবে যে কোন সময় বিশেষ করে ৬০ দিন পূর্বে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। (আমি কয়বার পরিবর্তন করছি তার ঠিক নাই :p) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৪. যেভাবে খুঁজে বের করবেন কে কে আপনাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করলো। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৫. যেভাবে প্রোপাইল পিকচার প্রাইবেট করবেন বা কেউ ক্লিক তরে ভিউ করত। পারবেনা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৬. যেভাবে যে কোন সময় ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৭. যেভাবে ফেসবুকের ইউজার আইডি কোড খুঁজে বের করবেন।(এই কোড দিয়ে ম্যানশন করতে পারবেন বন্ধুদের) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৮. সেরা ১০০ টি অটোলাইকার ওয়েব সাইট। লিংকঃআমাকে ক্লিক করুন।

৯. ম্যাসেঞ্জারে খেলুন ফুটবল, বাস্কেটবল, এবং দাবা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১০. যেভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন পিসি এবং মোবাইলে। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১১. যেভাবে সকল বন্ধুদের এক ক্লিকে আপনার পেজ লাইক করার জন্য ইনবাইট করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১২. আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার পাবেন যেভাবে। (ম্যানুয়েলি নো অটো) লিংকঃ আমাকে ক্লিক করুন।

আজকে এই পর্যন্ত ধন্যবাদ। নতুন অনুসন্ধান শেষে আবার হাজির হবো। ধন্যবাদ।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ফেসবুকে এক শব্দে নাম দিন। ভিডিও দেখে শিখুন।

জেনে নিন কিভাবে ফেসবুক নাম সিঙ্গেল করে বা কিভাবে শুধু ফেসবুকে Nickname ব্যাবহার করে।

যদিও ফেসবুক সাধারণ ভাবে কাউকে এটি করতে দেয়না তবে কিছু ট্রিক ব্যবহার করে এটি করা যায়।একটি ইউটিউব লিংক দিচ্ছি যারা নাম পরিবর্তন করে সিঙ্গেল করতে উঠেপড়ে লেগেছেন শুধু তাদের জন্য।
Youtube link:https://youtu.be/mQj5kEiVRmg

নোট সমূহ :
১।অবশ্যই Google Chrome থেকে কাজটি করবেন।(অন্য ব্রাউজারে সার্পোট করবে কিনা জানিনা)
২।নাম পরিবর্তন শেষে ভাষা English (US) করে ফেলুন
৩।Geoproxy extension Disabled করুন।
ধন্যবাদ।

মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান? ‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের একটি অ্যাপ আপনাকে সাহায্য করতে পারে। এই অ্যাপটি এখন আইওএস প্ল্যাটফর্মে বা আইফোন, আইপ্যাডে ব্যবহার করা যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এ তথ্য জানিয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যার মুখে পড়েছেন। ফেসবুকে কে বন্ধু হিসেবে যুক্ত হবে বা কে বাদ পড়বে তার খোঁজ খবর রাখেন অনেকেই। কেউ ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিলে তা সহজে জানার পথ ছিল না এত দিন। কারণ, ফেসবুকের এ ধরনের নিজস্ব কোনো সেবা নেই।
‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের অ্যাপটি ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে কেউ বাদ দিয়ে দিলে, কেউ বাদ পড়ে গেলে বা কেউ ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলে সে তথ্য জানাবে। তবে এই অ্যাপটি অতীতের কোনো রেকর্ড দেখাতে পারবে না। কেবল চালু করার পর থেকে এই বন্ধু তালিকায় নজরদারির মাধ্যমে তথ্য জানাতে পারবে।
ফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপ

বুধবার, ১৭ জুন, ২০১৫

"জেনে নিন Bangladeshi All Mobile Oparator USSD Codes"

১০০% কাজে আসবে............!

➊ Oparator Name : Grameenphone
☞Balance Check : *566#
☞Show SIM Number : *2#
☞Package Check : *111*7*2#
☞Minute Check : *566*24# ,
*566*20#
☞SMS Check : *566*2#
☞MMS Check : *566*14#
☞Data (MB) Check : *566*10# ,
*567#
☞Call Me Back : *123*Number#
☞Net Setting Request :
*111*6*2#
☞Miss Call Alert (On) : type START
MCA &
Sendto 6222
☞Miss Call Alert (Off) : Type STOP
MCA &
Send to 6222

Oparator Name : Banglalink
☞Balance Check : *124#
☞Show SIM Number : *511#
☞Package Check : *125#
☞Minute Check : *124*2#
☞SMS Check : *124*3# ☞MMS
Check :
*124*2#
☞Data (MB) Check : *124*5# ,
*222*3#
☞Call Me Back : *126*Number#
☞Net Setting Request : Type ALL &
Sent to
3343
☞Miss Call Alert (On) : Type START
& Send
to 622
☞Miss Call Alert (Off) : Type STOP &
Send to
622
Oparator Name : Robi
☞Balance Check : *222#
☞Show SIM Number : *140*2*4#
☞Package Check : *140*14# ☞
Minute Check
: *222*3#
☞SMS Check : *222*11#
☞MMS Check : *222*13#
☞Data (MB) Check : *222*81# ,
8444*88#
☞Call Me Back : unknown
☞Net Setting Request : *140*7#
☞Miss Call Alert (On) : Type ON &
Send to
8272
☞Miss Call Alert (Off) : Type OFF &
Send to
8272
Oparator Name : Airtel
☞Balance Check : *778#
☞Show SIM Number : *121*6*3#
☞Package
Check : *121*8#
☞Minute Check :
*778*5#or*778*8#
☞SMS Check : *778*2#
☞MMS Check : *222*13#
☞Data (MB) Check :
*778*39#or*778*4#
☞Call Me Back : *121*5#
☞Net Setting Request : *140*7#
☞ Miss Call Alert (On) : *121*3*4#
☞ Miss Call Alert (Off) : unknown
Oparator Name : Teletalk
☞Balance Check : *152#
☞Show SIM Number : Type “Tar”
& send to
222
☞Package Check : unknown
☞Minute Check : *152#
☞SMS Check : *152#
☞MMS Check : *152#
☞Data (MB) Check : *152#
☞Call Me Back : unknown
☞Net Setting Request : Type SET &
Send to
738
☞Miss Call Alert (On) : Type REG &
Send to
2455
☞Miss Call Alert (Off) : Type CAN &
Send to
245

বুধবার, ৩ জুন, ২০১৫

বিনামূল্যে ফেসবুক,তার পরও টাকা কাটছে??? সমাধান এখানে।

অনেক জল্পনা-কল্পনা ও জটিলতা পেরিয়ে বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেট চালু হয়েছে। ফেইসবুকের বিশেষ এ উদ্যোগের অংশীদার হয়েছে রবি। এই মোবাইল ফোন অপারেটরের গ্রাহকরা ফেইসবুকসহ ২৯ ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারছে।

বিশ্বজুড়ে আলোচিত ইন্টারনেট ডটঅর্গ নামের এ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, আবহাওয়া, সংবাদ, সরকারি সেবার ওয়েবসাইটগুলো বিনামূল্যে ব্রাউজ করা যাচ্ছে। কিন্তু ব্যবহারকারীর অভিযোগ তারা বিনামূল্যের ইন্টারনেট সেবাটি ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে ব্রাউজিংয়ের সময় তাদের ডেটা চার্জ হিসেবে টাকা কেটে নেওয়া হচ্ছে।
বিনামূল্যে ব্যবহারের সাইটগুলো ছাড়াও স্মার্টফোনের ব্র্যকগ্রাউন্ডে হ্যোয়াটসঅ্যাপ, ভাইবারের মত বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে। মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা অন থাকলে সেগুলো নিজে থেকেই চালু হয়ে যায়। সেগুলো সব সময় আপডেট হতে থাকে। এতে ডেটা ব্যবহার হয়। এ কারণে ইন্টারনেট প্যাকেজ গ্রহণ করা না হলেও ডেটা ব্যবহারের ফলে চার্জের জন্য টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে সচেতন না থাকার কারণেই মূলত গ্রাহকের টাকা কাটা যাচ্ছে।


তবে সহজ কিছু কৌশল অবলম্বন করলে এ সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে এবং বিনামূল্যে ওয়েবসাইট দেখা যাবে। এ টিউটোরিয়ালে সে কৌশলই তুলে ধরা হলো।

প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে।

সেখান থেকে ‘date usage’ এ যেতে হবে।

তাহলে ইন্টারনেট ডেটার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেখান থেকে সেটিংস এ যেতে হবে।

তারপর ‘restrict background data’ অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে।

তাহলে ব্যবহারকারীদের অজান্তে ইন্টারনেট ডেটা কাটবে না।

আর এতে করে রবির সিম ব্যবহার করে বিনামূল্যের ইন্টারনেটে যুক্ত হওয়া ওয়েবসাইটগুলো দেখার সময় বাড়তি ডেটা ব্যবহার হবে না ও চার্জ হিসেবে কাটাও কাটবে না।

আবারও সাইটগুলোর নাম মনে করিয়ে দেই, কেমন- ফেইসবুক, ম্যাসেঞ্জার, ইএসপিএন ক্রিকেইনফো, প্রথম আলো, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম, সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, সন্ধান, সোশ্যাল ব্লাড, প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট ডিভিশন, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মায়া, হেলথপিরিওর, শিক্ষকডটকম, বিডিজবস, বিক্রয় ডটকম, বিং, উইকিপিডিয়া, অ্যাকুওয়েদার,আমার দেশ বুটিক, আস্ক , বেবি সেন্টার অ্যান্ড মামা, ক্রিটিক্যাল লিংক, ফ্যাক্টস ফর লাইফ, ওয়াটপ্যাড, ইওরমানি, গার্ল ইফেক্ট ও মাইনেট।