বুধবার, ৩ জুন, ২০১৫

বিনামূল্যে ফেসবুক,তার পরও টাকা কাটছে??? সমাধান এখানে।

ad300
Advertisement
অনেক জল্পনা-কল্পনা ও জটিলতা পেরিয়ে বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেট চালু হয়েছে। ফেইসবুকের বিশেষ এ উদ্যোগের অংশীদার হয়েছে রবি। এই মোবাইল ফোন অপারেটরের গ্রাহকরা ফেইসবুকসহ ২৯ ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারছে।

বিশ্বজুড়ে আলোচিত ইন্টারনেট ডটঅর্গ নামের এ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, আবহাওয়া, সংবাদ, সরকারি সেবার ওয়েবসাইটগুলো বিনামূল্যে ব্রাউজ করা যাচ্ছে। কিন্তু ব্যবহারকারীর অভিযোগ তারা বিনামূল্যের ইন্টারনেট সেবাটি ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে ব্রাউজিংয়ের সময় তাদের ডেটা চার্জ হিসেবে টাকা কেটে নেওয়া হচ্ছে।
বিনামূল্যে ব্যবহারের সাইটগুলো ছাড়াও স্মার্টফোনের ব্র্যকগ্রাউন্ডে হ্যোয়াটসঅ্যাপ, ভাইবারের মত বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে। মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা অন থাকলে সেগুলো নিজে থেকেই চালু হয়ে যায়। সেগুলো সব সময় আপডেট হতে থাকে। এতে ডেটা ব্যবহার হয়। এ কারণে ইন্টারনেট প্যাকেজ গ্রহণ করা না হলেও ডেটা ব্যবহারের ফলে চার্জের জন্য টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে সচেতন না থাকার কারণেই মূলত গ্রাহকের টাকা কাটা যাচ্ছে।


তবে সহজ কিছু কৌশল অবলম্বন করলে এ সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে এবং বিনামূল্যে ওয়েবসাইট দেখা যাবে। এ টিউটোরিয়ালে সে কৌশলই তুলে ধরা হলো।

প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে।

সেখান থেকে ‘date usage’ এ যেতে হবে।

তাহলে ইন্টারনেট ডেটার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেখান থেকে সেটিংস এ যেতে হবে।

তারপর ‘restrict background data’ অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে।

তাহলে ব্যবহারকারীদের অজান্তে ইন্টারনেট ডেটা কাটবে না।

আর এতে করে রবির সিম ব্যবহার করে বিনামূল্যের ইন্টারনেটে যুক্ত হওয়া ওয়েবসাইটগুলো দেখার সময় বাড়তি ডেটা ব্যবহার হবে না ও চার্জ হিসেবে কাটাও কাটবে না।

আবারও সাইটগুলোর নাম মনে করিয়ে দেই, কেমন- ফেইসবুক, ম্যাসেঞ্জার, ইএসপিএন ক্রিকেইনফো, প্রথম আলো, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম, সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, সন্ধান, সোশ্যাল ব্লাড, প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট ডিভিশন, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মায়া, হেলথপিরিওর, শিক্ষকডটকম, বিডিজবস, বিক্রয় ডটকম, বিং, উইকিপিডিয়া, অ্যাকুওয়েদার,আমার দেশ বুটিক, আস্ক , বেবি সেন্টার অ্যান্ড মামা, ক্রিটিক্যাল লিংক, ফ্যাক্টস ফর লাইফ, ওয়াটপ্যাড, ইওরমানি, গার্ল ইফেক্ট ও মাইনেট।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

1 টি মন্তব্য:

আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!