![]() |
Advertisement |
ফেসবুক ব্যবহার করেন না আশা করি এই রকম কেউ এই ব্লগে নাই। ফেসবুক শুধু মাত্র নিউজফিডে সীমাবদ্ধ নয়। আছে অনেক ফিচার, উদ্ভব হচ্ছে নতুন নতুন অনেক ফিচার।
ফেসবুকের বার ভাই বলতে আজকে আমি ১২ টি সিম্পল ট্রিকসের সন্ধান দেব, আশা করি সবার কাজে লাগবে।
১. যেভাবে ফেসবুকের প্রোপাইল নাম সিঙ্গেল বা এক শব্দে করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।
২. যেভাবে ফেসবুকে ব্লাংক (ফাঁকা) স্ট্যাটাস, টিউমেন্ট, ম্যাসেজ করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।
৩. যেভাবে যে কোন সময় বিশেষ করে ৬০ দিন পূর্বে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। (আমি কয়বার পরিবর্তন করছি তার ঠিক নাই :p) লিংকঃ আমাকে ক্লিক করুন।
৪. যেভাবে খুঁজে বের করবেন কে কে আপনাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করলো। লিংকঃ আমাকে ক্লিক করুন।
৫. যেভাবে প্রোপাইল পিকচার প্রাইবেট করবেন বা কেউ ক্লিক তরে ভিউ করত। পারবেনা। লিংকঃ আমাকে ক্লিক করুন।
৬. যেভাবে যে কোন সময় ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।
৭. যেভাবে ফেসবুকের ইউজার আইডি কোড খুঁজে বের করবেন।(এই কোড দিয়ে ম্যানশন করতে পারবেন বন্ধুদের) লিংকঃ আমাকে ক্লিক করুন।
৮. সেরা ১০০ টি অটোলাইকার ওয়েব সাইট। লিংকঃআমাকে ক্লিক করুন।
৯. ম্যাসেঞ্জারে খেলুন ফুটবল, বাস্কেটবল, এবং দাবা। লিংকঃ আমাকে ক্লিক করুন।
১০. যেভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন পিসি এবং মোবাইলে। লিংকঃ আমাকে ক্লিক করুন।
১১. যেভাবে সকল বন্ধুদের এক ক্লিকে আপনার পেজ লাইক করার জন্য ইনবাইট করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।
১২. আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার পাবেন যেভাবে। (ম্যানুয়েলি নো অটো) লিংকঃ আমাকে ক্লিক করুন।
আজকে এই পর্যন্ত ধন্যবাদ। নতুন অনুসন্ধান শেষে আবার হাজির হবো। ধন্যবাদ।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!