![]() |
Advertisement |
আসসালামু আলাইকুম।সবাই কে স্বাগতম।
ইউটিউব একটি জানপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখা গেলও ডাউনলোড করা যায়না।এছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক থার্ডপার্টি অ্যাপস গুগল বন্ধ করে দিয়েছে।
এখন,
আজ আমরা খুব সহজে শিখব কি ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।নিচের স্টিপ গুলো লক্ষ্য করুন আপনিও পারবেন তেমন কঠিন কোন কাজ নয়।
[বি:দ্র: ভিডিও না ভিউ করে ডাউনলোড করবেন না।কারণ এখানে অনেক ধোঁকাবাজি রয়েছে।]ইউটিউব একটি জানপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখা গেলও ডাউনলোড করা যায়না।এছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক থার্ডপার্টি অ্যাপস গুগল বন্ধ করে দিয়েছে।
এখন,
আজ আমরা খুব সহজে শিখব কি ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।নিচের স্টিপ গুলো লক্ষ্য করুন আপনিও পারবেন তেমন কঠিন কোন কাজ নয়।
- প্রথমে www.google.com এ গিয়ে "Tubemate" লিখে সার্চ করুন।অথবা সরাসরি www.Tubemate.net এ যান।এবং চিত্রের চিহ্নিত লিংকে ক্লিক করুন। "Google এর ক্ষেত্রে"।"TubeMate Youtube Downloader 2.2.5-Official website" এ ক্লিক করুন।অন্যথায় সরাসরি ২য় ধাপ লক্ষ্য করুন।নতুন পেজ ওপেন হবে।
- তারপর,নিচের ছবির "Android Freeware" এ ক্লিক করুন।নতুন পেজ ওপেন হবে।
- এইবার "Install App" এ ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।ডাউনলোড হয়ে গেলে ইনন্টল করুন এবং অ্যাপসটি ওপেন করুন।
- সরাসরি ইউটিউব পেজ ওপেন হবে।এখন আপনার কাঙ্খিত ভিডিওটি সার্চ করুন।তারপর ভিডওতে ক্লিক করলে নিচের ছবিটি আসবে।
- ডাউনলোড করার জন্য লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন।
- এই বার আপনার পচন্দ অনুযায়ী ফরমেটে ক্লিক করুন এবং আবার লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে।
উপকৃত হলে শেয়ার করতে ভুলবেনা।
আশা করি সবার কাজে আসবে।
উত্তরমুছুনVery helpful
উত্তরমুছুনthanks for sharing!
উত্তরমুছুনThanks a lot Tubemate
মুছুন