![]() |
Advertisement |
ডিজিটাল রিচার্জ প্লাটফর্ম রিচার্জ প্লাসে সম্প্রতি ইন্টারনেট ডেটা কেনার সুযোগ এনেছে রবি। এর আগে এই প্লাটফর্ম ব্যবহার করে শুধু এয়ারটাইম রিচার্জের সুবিধা পাওয়া যেতো।
ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির প্রেক্ষিতে গ্রাহকদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে এই সুবিধা চালু করা হয়েছে বলে দাবি করেছে মোবাইল ফোন অপারেটরটি।

রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদী ২৫০ মেগাবাইট ডেটা, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদী ৮৫০ মেগাবাইট ডেটা এবং ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদী ১ হাজার ৪০০ মেগাবাইট ডেটা কিনতে পারবেন।
রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নাম্বার, ডেটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ইমেইল অ্যাড্রেস প্রদান করতে হবে। ‘রিচার্জ নাও’ অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট পদ্ধতিটি (কার্ড, অনলাইন ব্যাংকিং বা এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর সে অনুযায়ী কাঙ্ক্ষিত পেমেন্ট পেইজে যেতে হবে।
*৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করে ডেটা ব্যালেন্স ও মেয়াদ জানা যাবে।
Thank You.
উত্তরমুছুনThank You.
উত্তরমুছুনThank You.
উত্তরমুছুন