 |
Advertisement |
আপনি কী অ্যান্ড্রয়েডচালিত ফোন ব্যবহারকারী? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এই খবর কিছুটা দুঃসংবাদেরই বটে। নিরাপত্তা গবেষকেরা সম্প্রতি ১০০ টিরও বেশি অ্যাপ্লিকেশন খুঁজে বের করেছেন যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। এসব অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর লগ ইন তথ্য পুরোপুরি নিরাপদ থাকে না বলে সহজেই পাসওয়ার্ড চুরি করে নিতে পারে হ্যাকাররা। এর চেয়েও বিপদজনক হচ্ছে, এই নিরাপত্তা ত্রুটির কথা জেনেশুনেও অধিকাংশ অ্যাপ নির্মাতারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
গবেষকেরা বলছেন, অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যাটি হচ্ছে এইচটিটিপিএস দুর্বলতা। এইচটিটিপিএস হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকলের নিরাপদ ভার্সন। ডিজিটালভাবে ডেটাগুলো একত্র করে গোপনীয়তা বজায় রেখে ইউজার ডিভাইস থেকে অনলাইন সার্ভারে স্থানান্তর করে। যা তথ্যগুলো অন্যদের নজরদারি থেকে রক্ষা করে। যেসব সাইটের অ্যাড্রেস এইচটিটিপিএস দিয়ে শুরু হয় সেগুলোতে তথ্য অধিকতর নিরাপদ থাকে।
গবেষকেদের দাবি, এইচটিটিপিএসের এই দুর্বলতা নতুন সমস্যা নয়। দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে এই সমস্যাটি আছে মনে সন্দেহ করা হয়। এতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ধাঁধার মধ্যে ফেলে দেয়।
গবেষকেরা বলছেন, ম্যাচ ডটকম, এনবিএ গেম টাইম, সেফওয়ে, পিৎজা হাটের মতো অ্যাপ্লিকেশনও নিরাপদ নয়।
গবেষকেদের পরামর্শ হচ্ছে, এ ধরনের অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করে থাকেন তবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন এবং এসব অ্যাপে নিরাপত্তা হালনাগাদ না করা পর্যন্ত তা ব্যবহার বন্ধ রাখুন।
Share This
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!