সোমবার, ১৬ মে, ২০১৬

অ্যাপবাজারে রেফারেল বোনাস | অ্যাকাউন্ট করে জিতুন ১০ টাকা

বাংলাদেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম অ্যাপবাজারে চালু হয়েছে রেফারেল বোনাস সুবিধা। এই বোনাসের টাকা ব্যবহার করে পেইড অ্যাপ্লিকেশন কিনতে পারবেন ব্যবহারকারীরা।
রেফারেল বোনাস পেতে হলে প্রথমে অ্যাপবাজারে লগইন করতে হবে। তারপর ইউজার মেনু থেকে ‘বন্ধুদের আমন্ত্রণ’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে রেফারেল লিংক পাওয়া যাবে। এই লিংক থেকে যদি কোনো ব্যবহারকারী অ্যাপ বাজারে নিবন্ধন করেন তাহলে ব্যবহারকারী পাবেন ১০ টাকা বোনাস। আর যে ব্যবহারকারী নিবন্ধন করাবেন তিনি পাবেন পাঁচ টাকা বোনাস।
appbajar-ataturktimes

অ্যাপবাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড অ্যাপ বাংলাদেশের প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব টেকশহর ডটকমকে জানান, অ্যাপস কিভাবে মানুষের জীবনে আরও জীবন ঘনিষ্ট করে তুলতে পারে তারই প্রয়াস অ্যাপবাজার। ব্যবহারকারীদের সুবিধার জন্য অ্যাপবাজার নিয়ে এসেছে এই সুবিধা। সামনে আরও চমকপ্রদ অফার থাকবে অ্যাপবাজার ব্যবহারকারীদের জন্য।
বর্তমানে অ্যাপবাজারে অ্যাপের সংখ্যা হাজারেও বেশি। দিন দিন এর সংখ্যা আরও বাড়ছে বলে জানান বিপ্লব। বর্তমানে অ্যাপস বিক্রি হয়েছে ৬৪৭৩ কপি। অ্যাপবাজরে দেশীয় ডেভেলপারদের পাশাপাশি বর্হিরবিশ্বের ডেভেলপারদের মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া থেকে অ্যাপস জমা পড়ছে।
এই ঠিকানায় গিয়ে অ্যাপ বাজারে নিবন্ধন করতে পারবেন ব্যবহারকারীরা। তাহলে ১০ টাকা বোনাস পাবেন এবং লিংক শেয়ার করে প্রতি নিবন্ধনের জন্য পেতে পারেন পাঁচ টাকা বোনাস।
সরাসরি লিংকঃ http://www.appbajar.com/bn/r/193738

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

মাইক্রোসফটের প্রথম ল্যাপটপ সারফেস বুক

এবার যেন ভিন্ন এক মাইক্রোসফটকে দেখা গেল পণ্য উন্মোচনের অনুষ্ঠানে। একের পর এক চমৎকার সব নতুন ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তবে মাইক্রোসফটের চমকটা ছিল একেবারে অনুষ্ঠানের শেষে। সবাইকে অবাক করে শেষপ্রাান্তে সারফেস বুক ল্যাপটপ আনার ঘোষণা দিল সফটওয়্যার জায়ান্টটি। এটি বিল গেটসের কোম্পানির তৈরি প্রথম ল্যাপটপ।

অনুষ্ঠান শেষ হতে না হতেই চমৎকার ডিজাইনের ল্যাপটপটিকে অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে। মাইক্রোসফটের দাবি এটি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী।
অনুষ্ঠানে নতুন লুমিয়া ফোনও বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি।

মাইক্রসফট সার্ফেস বুক

১৩ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটি ২৬৭ পিপিআর সমৃদ্ধি। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের গ্লাস। ফলে ডিসপ্লের ভিউ এঙ্গেল হবে দারুণ।
এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বশেষ কোর প্রসেসর। ল্যাপটপটিতে আছে ইন্টেলের স্কাইলেক গ্রুপের ষষ্ঠ প্রজন্মের  কোর আই৭ প্রসেসর। আছে এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা। উন্নত গ্রাফিক্স সেবা দিতে রয়েছে জিডিডিআর৫ এনভিডিয়া জিফোরস জিপিইউ। ফলে যে কোনো হাই রেজুলেশনের গেইম অনাসয়ে খেলা যাবে ল্যাপটপটিতে।
এটির সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাটারি ব্যাকআপ। এতদিন ব্যাটারি ব্যাকআপে রাজা ছিল অ্যাপলের ম্যাকবুক। তবে এবার সারফেস বুকে টানা ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানাতে চায় মাইক্রোসফট।
২৬ অক্টোবর থেকে বাজারে বিক্রি শুরু হবে ল্যাপটপটি। এটির মূল্য নিধারণ করা হয়েছে  এক হাজার ৪৯৯ মার্কিন ডলার।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আপনি গুগলার হলে তথ্য গুলো আপনার জন্য।

আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগল এবং গুগলের সেবাগুলোর সাথে পরিচিত নন তাতো আর হতে পারেনা। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।
১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে http://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

সাঙ্গাকারার ১০ টি তথ্য।

কলম্বোর পি সারা ওভাল আজ আরেকটি ইতিহাসের সাক্ষী হচ্ছে। ক্রিকেটের মহাতারকা কুমার সাঙ্গাকারা আজ এই মাঠেই খেলতে নেমেছেন তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট। আধুনিক পাওয়ার ক্রিকেটের মাঝেও গুটি কয়েক ব্যাটিং শিল্পী তাঁদের তুলির আঁচড়ে বাঁচিয়ে রেখেছিলেন ক্রিকেটের ধ্রুপদী দিক। সাঙ্গাকারা সেই বিরল প্রজাতির একজন। প্রিয় পাঠক, আসুন এই ক্রিকেট-শিল্পীর ক্যারিয়ারের দশটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক তাঁর এই বিদায়ের লগ্নে...
১. সাঙ্গাকারার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০০ সালের ৫ই জুলাই। গলে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি প্রথম মাঠে নামেন।
২. তাঁর টেস্ট অভিষেকও ২০০০ সালের জুলাই মাসেই। টেস্ট অভিষেকের মঞ্চও গল। এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তাঁর। 
৩. তাঁর ক্যারিয়ারের প্রথম শতকটি এসেছিল ভারতের বিপক্ষে ২০০১ সালের আগস্টে। ভেন্যু সেই গল!
৪. ওয়ানডেতে সাঙ্গাকারার অর্ধ-শতকের সংখ্যা ৯৩। কেবল শচীন টেন্ডুলকারেরই আছে তাঁর চেয়ে বেশি অর্ধশতক হাঁকানোর রেকর্ড(৯৬)
৫. তিনি টেস্ট শতক হাঁকিয়েছেন ৩৮টি। সর্বকালের টেস্ট রেকর্ডে তাঁর ওপরে আছেন কেবল তিনজন। রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।
৬. টেস্টে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডের অংশীদার সাঙ্গাকারা। প্রিয় বন্ধু মাহেলা জয়াবর্ধনেকে নিয়ে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ৬২৪ রানের ওই জুটি গড়েন তাঁরা।
৭. সাঙ্গাকারার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ অবশ্য বাংলাদেশের বিপক্ষে। ২০১৪ সালে চট্টগ্রামে আসে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৯ রান।
৮. বড় ইনিংস খেলার জন্য সাঙ্গাকারার তুলনাই নেই। ক্যারিয়ারে ১১ বার দ্বিশতক হাঁকিয়েছেন। টেস্টে তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ডন ব্র্যাডম্যানেরই (১২)। 
৯. টেস্টের সর্বকালের রান সংগ্রাহকের তালিকায় সাঙ্গাকারার অবস্থান পঞ্চম (১২৩৫০ রান)। রাহুল দ্রাবিড়(১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯),রিকি পন্টিং (১৩৩৭৮) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১) তালিকার প্রথম চারটি স্থান দখল করে আছেন। 
১০. বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার ওয়ানডেতে শতক হাঁকানোর রেকর্ড আছে তাঁর। সেটিও করেছেন ২০১৫ বিশ্বকাপে। বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে এই রেকর্ড নিজের করেছেন তিনি। 

রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

এমন সেরা ২০টি ওয়েবসাইট যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত !

 ওয়েব ওয়ার্ল্ডে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট রয়েছে। কিন্তু দূর্ভাগ্যজনক এর বেশিরভাগ আমাদের সার্চ রাডারের বাইরে। হয়তো এর মধ্যে কিছু ওয়েবসাইট আমাদের চেনা পরিচিত থাকতে পারে তবে এর প্রত্যেকটিই খুব গুরুত্বপূর্ন। আর তাই এমন ওয়েবসাইটগুলো থেকে সেরা ২০টি ওয়েবসাইট আজকের আর্টিকেলে শেয়ার করছি। তো চলুন জেনে নেই সেই ২০টি ওয়েবসাইট সম্পর্কে –
১। HyperHistory: ইতিহাসের একটি ভিজুয়াল টাইমলাইন যেখান থেকে আপনি বিভিন্ন ইতিহাসের নাড়ি নক্ষত্র জানতে পারবেন। ওয়েবসাইটঃ http://www.hyperhistory.com/online_n2/History_n2/a.html

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

বাঁশের তৈরি স্মার্টফোন

ম্যাক্সিমাসের তৈরি আইএক্স কেইন
নামের একটি মোবাইল স্মার্টফোন
রয়েছে, যা তৈরিতে ব্যবহার করা
হয়েছে বাঁশের বিশেষ উপাদান।
কোয়ারটেল ইনফোটেক লিমিটেডের
মালিকানাধীন ম্যাক্সিমাস মোবাইল
বাংলাদেশের বাজারে এই ফোনটি
বিক্রি করছে। ম্যাক্সিমাস কর্তৃপক্ষ
জানিয়েছে, স্মার্টফোনটির
কাঠামো তৈরিতে ব্যবহার করা
হয়েছে জাপানের বিশেষ ধরনের
বাঁশের উপাদান।
আইএক্স কেইনের স্মার্টফোনটির
পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল
অ্যাডভান্সড এইচডি ক্যামেরা। সনি
ইএক্সএমওআর সেন্সর সুবিধার এই
ক্যামেরায় তোলা ছবির মান
তুলনামূলকভাবে অনেক উন্নত।
স্মার্টফোনটির সামনে রয়েছে দুই
মেগাপিক্সেলের ক্যামেরা। স্বল্প
আলোতে ভালো ছবি তোলার
সুবিধার জন্য স্মার্টফোনটিতে রয়েছে
পাঁচটি মাল্টিলেয়ার কোটিং লেন্স,
যার অ্যাপারচার এফ ২.৪।
ম্যাক্সিমাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে
জানিয়েছে, বাংলাদেশের
বাজারে উন্নত স্মার্টফোন বিক্রির
পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা।
আইএক্স কেইন স্মার্টফোনটিতে এক
দশমিক ৩৬ গিগাহার্টজ কোয়াডকোর
প্রসেসর, মিডিয়াটেকের এমটিকে
৬৫৮২ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাঁচ
ইঞ্চি মাপের আইএক্স কেইন
স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন
১২৮০ বাই ৭২০ পিক্সেল। ডিসপ্লে
সুরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে কর্নিং গরিলা
গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে রয়েছে
মালি ৪০০ জিপিইউ এবং এক জিবি
র্যাম ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং
সিস্টেমের এই ফোনটি অ্যান্ড্রয়েড
৫.১ বা ললিপপে হালনাগাদ করে
নেওয়া যায়। এর ব্যাটারি দুই হাজার
১০০ মিলিঅ্যাম্পিয়ার। দুই সিম
সুবিধার ফোনটিতে ওটিএ, ওটিজি,
থ্রিজি, এফএম রেডিও ব্লু-টুথ, ওয়াই-ফাই
হটস্পট এবং মাইক্রো ইউএসবি ব্যবহারের
সুবিধা রয়েছে।
দেশের বাজারে ১৩ হাজার ৯৯৯
টাকায় এই স্মার্টফোনটি বিক্রি করছে
মাইক্রোম্যাক্স।

শনিবার, ৪ জুলাই, ২০১৫

আমরা ইতিহাস মানি না

বিশ্বকাপের পর পাকিস্তান আর
ভারতের বিপক্ষে সিরিজ জয়—
কোচ হিসেবে চন্ডিকা
হাথুরুসিংহের প্রাপ্তির
খাতাটা ভারীই হচ্ছে। তাঁর
দৃষ্টিতে সময়টা বাংলাদেশের
ক্রিকেটের জন্যও রোমাঞ্চকর,
ক্রিকেটারদের জন্য উপভোগের।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
সিরিজটা যে সাম্প্রতিক সময়ে
বাংলাদেশ দলের জন্য সবচেয়ে
কঠিন, সেটা মানছেন শ্রীলঙ্কান
এই কোচ। মিরপুরে কাল
অনুশীলনের পর হওয়া কোচের
সংবাদ সম্মেলনের প্রায়
পুরোটাই তুলে ধরা হলো
এখানে—