শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

নাসিরের দূর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশ "এ" দলের জয়।

নাসিরের দূর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশ "এ" দলের জয়।
নাসির হোসেন নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ভারতীয় 'এ' দলকে দ্বিতীয় ওয়ানডেতে ৬৫ রানে হারালো বাংলাদেশ 'এ' দল। সেই সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনলো মুমিনুল হকের দল। আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাত নম্বরে ব্যাট করতে নেমে আগে ১০২ রানে অপরাজিত থাকেন নাসির। এরপর ১০ ওভারে...

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

ফুটবলে এবার ইতালিয়ান অধ্যায়

ফুটবলে এবার ইতালিয়ান অধ্যায়
একজন গেলেন, আরেকজন এলেন। বেশ দক্ষতার সঙ্গেই ‘নাটক’ মঞ্চায়ন করল বাফুফে! একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচের চেয়ার দেড়-দুই বছরও শূন্য পড়ে থাকত। এবার এক-দুই মিনিটও খালি থাকল না! লোডভিক ডি ক্রুইফের জুতায় পা গলাতে একটুও দেরি হলো না ফাবিও লোপেজের।পুরো কাজটাই হয়েছে গোপনে গোপনে, তবে পরশুই লোপেজের বিষয়টি...

সিরিজ খেলতে দেশে আসছে ইংল্যান্ড।

সিরিজ খেলতে দেশে আসছে ইংল্যান্ড।
লর্ডসে সেঞ্চুরির পর তামিম ইকবালের সেই ‘উড়ন্ত’ উদ্‌যাপনটা নিশ্চয় মনে আছে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বলতেই ওই ছবিটা মূর্ত হয়ে ওঠে মুহূর্তেই। ওটাই ছিল দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ। সাদা পোশাকে আবারও দুদল মুখোমুখি হবে আগামী বছর। ২০১৬ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে...

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

শ্রীলঙ্কা–অধ্যায় সুখের ছিল না হাথুরুর

শ্রীলঙ্কা–অধ্যায় সুখের ছিল না হাথুরুর
গুজবের ডালাপালা ভালোই ছড়িয়েছে। শ্রীলঙ্কার ভবিষ্যৎ কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহ ও সারে কাউন্টি ক্লাবের কোচ গ্রাহাম ফোর্ডের নাম আসছে বিভিন্ন সংবাদমধ্যমে। তবে এ আলোচনায় অগ্রাধিকার পাচ্ছেন হাথুরু। কেবল লঙ্কান বলেই নয়, সাম্প্রতিক সময়ে তাঁর অধীনে বাংলাদেশের বদলে যাওয়ার কারণেই। এখন কথা হলো,...

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

বর্ষসেরা হলো মেসির সেই জাদুকরী গোল

বর্ষসেরা হলো মেসির সেই জাদুকরী গোল
The Ataturk Times  পুরস্কারটা ২০১১ সালে জিতেছিলেন সর্বশেষ। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। কিন্তু গত তিন মৌসুমে এই পুরস্কার আর জেতেননি। আজ মুকুট কি আবার উঠবে লিওনেল মেসির মস্তকে? সেই উত্তর জানতে আরও অপেক্ষা করতে...

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

মুস্তাফিজের পথ ধরে এগিয়ে যাওয়া।স্বপ্ন অ্যান্ডারসন হওয়া।

মুস্তাফিজের পথ ধরে এগিয়ে যাওয়া।স্বপ্ন অ্যান্ডারসন হওয়া।
বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় প্রায়ই। শেরে বাংলা স্টেডিয়ামের নেটে কিংবা একাডেমি ভবনে। চুটিয়ে আড্ডা চলে, খুনসুটি হয় দুজনের মধ্যে। কিন্তু আগের মতো আর প্রতি পদক্ষেপ মেলে না তাঁদের। মিলবে কিভাবে? মুস্তাফিজুর রহমান যে এখন জাতীয় দলের মহাতারকা! আর সাইফ উদ্দিন আছেন সেই আগের জায়গাতেই; অনূর্ধ্ব-১৯ দলে। The...

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

সাঙ্গাকারার ১০ টি তথ্য।

সাঙ্গাকারার ১০ টি তথ্য।
কলম্বোর পি সারা ওভাল আজ আরেকটি ইতিহাসের সাক্ষী হচ্ছে। ক্রিকেটের মহাতারকা কুমার সাঙ্গাকারা আজ এই মাঠেই খেলতে নেমেছেন তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট। আধুনিক পাওয়ার ক্রিকেটের মাঝেও গুটি কয়েক ব্যাটিং শিল্পী তাঁদের তুলির আঁচড়ে বাঁচিয়ে রেখেছিলেন ক্রিকেটের ধ্রুপদী দিক। সাঙ্গাকারা সেই বিরল প্রজাতির...

মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় যাত্রার নায়ক মাহমুদউল্লাহ আবার ফিরেছেন দলে।

বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় যাত্রার নায়ক মাহমুদউল্লাহ আবার ফিরেছেন দলে।
যেন বার্তা দিতে চাইছেন, ‘ঠিক আছে বন্ধু!’ কদিন আগে মিরপুর স্টেডিয়াম এভাবেই ক্যামেরাবন্দী মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে স্বপ্নের মতো এক বিশ্বকাপ গিয়েছিল মাহমুদউল্লাহর। এরপর পাকিস্তান সিরিজটা অবশ্য বলার মতো হয়নি। তবে ভারত সিরিজের আগে বিসিএলের শেষ পর্বে উত্তরাঞ্চলের...