শুক্রবার, ২৯ মে, ২০১৫

"এস.এস.সি ও সমমানের ফল প্রকাশ"

ad300
Advertisement
আগামীকাল ৩০ শে মে ২০১৫ ইং এস.এস.সি ও সমমানের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে।
এ বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।ফলাফল দুপর ১ টা থেকে পাওয়া যাবে।
অনলাইনে ফলাফল জানার উপায়:
অনলাইনে ফলাফল জানতে ভিজিট করুন এই ঠিকানায়:http://www.educationboardresults.gov.bd/lite/index.php। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, মোবাইল অপারেটর কোম্পানিগুলোও এস.এম.এস এর মাধ্যমে ফলাফল জানার সুবিধা প্রদান করে থাকে।


মোবাইল ফোনে ফলাফল জানতে:
  • যে কোন মোবাইল থেকে  SMS- এর মাধ্যমে ফলাফল: Message অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরন:
  • SSC<Space> Dha<Space>123456<Space>2014 send to 16222
  • Dakhil<Space>Mad<Space>123456<Space>2014 Send to 16222
  • SSC<Space>Tec<Space>123456<Space>2014 Send to 16222
ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষনিক ফলাফল জানতে:

ফলাফল পুন:নিরীক্ষণ:
সময়: (সম্ভাব্য সময় সীমা এখনো ঘোষণা করা হয় নি। ঘোষণা করা হলে আমরা দিয়ে দেবো)
  • শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে send করুন 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফী প্রযোজ্য হবে।
  • ফিরতি SMS-এ আবেদন ফী বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্নত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Number লিখে send করুন 16222 নম্বরে।
  • যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সে সকল বিষয় একটি Subject Code (বাংলার জন্য ১০১, ইরেজির জন্য ১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফী হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।
একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা(,) দিয়ে লিখতে হবে।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comment:

আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!