শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ফেসবুকে এক শব্দে নাম দিন। ভিডিও দেখে শিখুন।

জেনে নিন কিভাবে ফেসবুক নাম সিঙ্গেল করে বা কিভাবে শুধু ফেসবুকে Nickname ব্যাবহার করে।

যদিও ফেসবুক সাধারণ ভাবে কাউকে এটি করতে দেয়না তবে কিছু ট্রিক ব্যবহার করে এটি করা যায়।একটি ইউটিউব লিংক দিচ্ছি যারা নাম পরিবর্তন করে সিঙ্গেল করতে উঠেপড়ে লেগেছেন শুধু তাদের জন্য।
Youtube link:https://youtu.be/mQj5kEiVRmg

নোট সমূহ :
১।অবশ্যই Google Chrome থেকে কাজটি করবেন।(অন্য ব্রাউজারে সার্পোট করবে কিনা জানিনা)
২।নাম পরিবর্তন শেষে ভাষা English (US) করে ফেলুন
৩।Geoproxy extension Disabled করুন।
ধন্যবাদ।

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

যে ভাবে অ্যান্ড্রয়েড দিয়ে ইউটিউব { Youtube } থেকে ভিডিও ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম।সবাই কে স্বাগতম।

ইউটিউব একটি জানপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট।সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখা গেলও ডাউনলোড করা যায়না।এছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক থার্ডপার্টি অ্যাপস গুগল বন্ধ করে দিয়েছে।
এখন,
আজ আমরা খুব সহজে শিখব কি ভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।নিচের স্টিপ গুলো লক্ষ্য করুন আপনিও পারবেন তেমন কঠিন কোন কাজ নয়।

     
  1. প্রথমে www.google.com এ গিয়ে "Tubemate" লিখে সার্চ করুন।অথবা সরাসরি www.Tubemate.net এ যান।এবং চিত্রের চিহ্নিত লিংকে ক্লিক করুন। "Google এর ক্ষেত্রে"।"TubeMate Youtube Downloader 2.2.5-Official website" এ ক্লিক করুন।অন্যথায় সরাসরি ২য় ধাপ লক্ষ্য করুন।নতুন পেজ ওপেন হবে।       
  2. তারপর,নিচের ছবির "Android Freeware" এ ক্লিক করুন।নতুন পেজ ওপেন হবে।                                   

  3. এইবার "Install App" এ ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।ডাউনলোড হয়ে গেলে ইনন্টল করুন এবং অ্যাপসটি ওপেন করুন।                                                                                                                        
  4. সরাসরি ইউটিউব পেজ ওপেন হবে।এখন আপনার কাঙ্খিত ভিডিওটি সার্চ করুন।তারপর ভিডওতে ক্লিক করলে নিচের ছবিটি আসবে।                                                                                                                 


  5. ডাউনলোড করার জন্য লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন।
  6. এই বার আপনার পচন্দ অনুযায়ী ফরমেটে ক্লিক করুন এবং আবার লাল চিহ্নিত সবুজ ডাউনলোড অপশানে ক্লিক করুন ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে।                
      [বি:দ্র: ভিডিও না ভিউ করে ডাউনলোড করবেন না।কারণ এখানে অনেক ধোঁকাবাজি রয়েছে।]
             উপকৃত হলে শেয়ার করতে ভুলবেনা 
 

    রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

    এমন সেরা ২০টি ওয়েবসাইট যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত !

     ওয়েব ওয়ার্ল্ডে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট রয়েছে। কিন্তু দূর্ভাগ্যজনক এর বেশিরভাগ আমাদের সার্চ রাডারের বাইরে। হয়তো এর মধ্যে কিছু ওয়েবসাইট আমাদের চেনা পরিচিত থাকতে পারে তবে এর প্রত্যেকটিই খুব গুরুত্বপূর্ন। আর তাই এমন ওয়েবসাইটগুলো থেকে সেরা ২০টি ওয়েবসাইট আজকের আর্টিকেলে শেয়ার করছি। তো চলুন জেনে নেই সেই ২০টি ওয়েবসাইট সম্পর্কে –
    ১। HyperHistory: ইতিহাসের একটি ভিজুয়াল টাইমলাইন যেখান থেকে আপনি বিভিন্ন ইতিহাসের নাড়ি নক্ষত্র জানতে পারবেন। ওয়েবসাইটঃ http://www.hyperhistory.com/online_n2/History_n2/a.html

    সোমবার, ২৭ জুলাই, ২০১৫

    সরকারী ভাবে এল ৫০০ অ্যাপস-

    সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে দেওয়া হয়েছিল তিন মাসের প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ ছিল মুঠোফোনের অ্যাপ্লিকেশন তৈরির। প্রশিক্ষণ শেষে তৈরি হয়েছে ৫০০ অ্যাপ। এই অ্যাপগুলোর উদ্বোধন হলো গতকাল ২৬ জুলাই। তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে অ্যাপ তৈরির এ কার্যক্রম চলে ১৮ মাস ধরে। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচি নামের এ উদ্যোগের কারিগরি বাস্তবায়ন করে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।
    রাজধানীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এই ৫০০ অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। তিনি বলেন, তরুণেরাই বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা কাজে লাগাবেন তরুণেরা। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আইসিটি-সচিব শ্যাম সুন্দর সিকদার ও অ্যাপস উন্নয়ন কর্মসূচির প্রকল্প পরিচালক জি ফখরুদ্দীন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
    অ্যাপগুলো সম্পর্কে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম মুবিন খান বলেন, ‘সরকারি বিভিন্ন সেবা সহজে পেতে তৈরি হয়েছে অ্যাপগুলো। ৩০০ অ্যাপ তৈরি হয়েছে সরকারি বিভিন্ন সেবা নিয়ে। বাকি ২০০টি হচ্ছে সৃজনশীল অ্যাপ।’ 

    উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপ
    বিএসটিআই: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই) অনুমোদিত পণ্য সম্পর্কে জানা যাবে।
    ডিপিডিসি বিলচেক: এই অ্যাপের মাধ্যমে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকেরা বিদ্যুৎ বিল-সম্পর্কিত তথ্য জানতে পারবেন। একইরকম অ্যাপ আছে ডেসকো ও ওয়াসার বিল নিয়ে।
    এনবিআর ই-টিআইএন চেক: করদাতারা তাঁদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) ব্যবহার করে বাংলাদেশ রাজস্ব বোর্ডের সার্ভার থেকে কর প্রদান-সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারবেন।
    বিডি ট্রেন শিডিউল: ট্রেনের সময়সূচি, টিকিটের দাম এবং বাংলাদেশ রেলওয়ের তথ্য ও ফোন নম্বর পাওয়া যাবে এই অ্যাপে।
    পাসপোর্ট অফিস অব বাংলাদেশ: দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাসপোর্ট অফিসগুলোর নামের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য দেবে এই অ্যাপ।
    বাংলাদেশি চিত্রশিল্পী: বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীদের জীবন ও কর্ম সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই অ্যাপে। পাশাপাশি শিল্পীদের আঁকা ছবির গ্যালারিও থাকবে।
    একাত্তরের চিঠি: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন লেখা চিঠি সংগ্রহ করে একাত্তরের চিঠি সংকলন প্রকাশ করা হয় প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে। সেটি প্রকাশিত হয় ২০০৯ সালের মার্চে। সেই সংকলনকে ভিত্তি করে তৈরি হয়েছে এই অ্যাপ।
    বঙ্গবন্ধুর জন্মস্থান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানের তথ্য ও ইতিহাস-সংবলিত মোবাইল অ্যাপ্লিকেশন এটি। এতে টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সম্পর্কে তথ্য আছে। অ্যাপটিতে ভিডিওর মাধ্যমে ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থাও রাখা হয়েছে।
    নারী উন্নয়নের রূপকার—শেখ হাসিনা: অ্যাপটি মহিলা ও শিশুবিষযক মন্ত্রণালয়ের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্জিত বিভিন্ন সাফল্য, নারীর ক্ষমতায়ন ইত্যািদ উদ্যোগের তথ্য।
    লোকসাহিত্য: বাংলাদেশের লোকসাহিত্য সম্পর্কে তথ্য আছে এই অ্যাপে।
    বাংলাদেশ ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য, নানা সেবা ও বিনিয়োগ-সুবিধার বিবরণ, দরকারি ফরম, বিভিন্ন আইন ও প্রবিধিমালা পাওয়া যাবে এই অ্যাপে।
    বিডি টুরিস্ট প্লেস: বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রাকৃতিক সৌন্দযের্র লীলাভূমি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এই অ্যাপে।
    এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। গুগল প্লেস্টোরে BangladeshICTD apps লিখে সার্চ দিলে ৫০০ অ্যাপ পাওয়া যাবে। এগুলো নামানো যাবে বিনা মূল্যে।

    রবিবার, ২৬ জুলাই, ২০১৫

    ফেসবুকের নতুন প্রোডাক্ট। "সাজেস্ট এডিট"

    আসসালামুআলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

    আজ আমি আপনাদেরকে ফেসবুকের একটি নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব।আসুন শুরু করা যাক।ফেসবুকের নতুন একটি প্রডাক্ট নাম "ফেসবুক সাজেস্ট এডিট" শুধু "এডিট" ও বলা হয়।

    ★ প্রথমে জেনে নিন কাজটিতে লাভ কি?
    এখানে লাভের কোন প্রশ্ন উঠেনা।আমরা অনেকে গুগল ম্যাপিং এর নাম শুনেছি গুগল ম্যাপিং একটি ভলেন্টিয়ারি কাজ।এখানে কোন অর্থ উপার্জন করা যায় না তবে সম্মান অর্জন করা যায়।দেশের ম্যাপকে সমৃদ্ধশালী করতে ম্যাপাররা এই কাজ করে থাকেন।আর ফেসবুক সাজেস্ট এডিটও গুগল ম্যাপিং এর মত একটি কাজ তবে পার্থক্য হচ্ছে গুগল ম্যাপিং এ আপনাকে ফিচার এড করতে হয় কিন্তু সাজেস্ট এডিটে ফিচার এড নয়,সংশোধন করতে হয়,তথ্য যোগ করতে হয়। সারা দিনই তো আমরা ফেসবুকে থাকি কাজটি করাই যেতে পারে।

    ★ কাজঃ আমরা ফেসবুকে অনেক জায়গার নাম এবং "About" পেজ দেখতে পাই।যেমন Traveling to Dagonbhuiyan, Feni এই ফেজগুলো উইকিপিডিয়া অথবা অন্য কোন তথ্য মতে খোলা হয়।অথবা ব্যবহারকারীর তৈরি করা জবের বা কোম্পানির নাম দ্বারা অটোমেটিক পেজ খোলা হয়। ভিন্নমতের কারনে এই পেজ গুলো এবং প্লেস গুলোতে ভুল থেকে যাই যার কারনে অনেক সমস্যার সৃষ্টি হয় ( সমস্য তেমন গুরুতর নয় )। ফেসবুক সারা পৃথিবীর সকল জায়গা সম্পর্কে জানতে পারেনা তাই তারা সাজেস্ট এডিটের মাধ্যমে লোকাল গাইড বা আঞলিক গাইড তৈরি করেছে।এই গাইডের মাধ্যমে আপনি আপনার এরিয়ার তথ্য পেজবুকে যোগ করতে পারেন।একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে সহজ করা যাকঃ- আপনার গ্রামের নাম (মোহাম্মদ পুর) Mohammadpur পেজ বুকে এই নামে একটি About পেজ আছে এখন আপনি দেখতে পেলেন পেজের নাম ভুল করে লেখা আছে (Mohammadpar) আর ক্যাটাগরি দেয়া আছে "Local Business" এবং ঠিকানা,ওয়েব সাইট ভুল দেওয়া সেইসঙ্গে পিকচার ও ভুল দেওয়া। এখন আপনার কাজ।আপনি প্রথমে  এই পেজে প্রবেশ করবেন তার পর নিচের ছবির গুলো দেখুন।
    ছবি ১ :পেজে প্রবেশ।Click More
    The Ataturk Times
    ছবি ২ : Click Suggest Edit
    The Ataturk Times
    ছবি ৩ : এই বার ভুল থাকলে সংশোধন করুন।সর্বশেষ Save এ Click করুন।
    The Ataturk Times 
    এভাবে আপনি আপনার এরিয়ার সকল পেজ সংশোধন করতে পারেন।
    বিঃদ্রঃ নিজের মোবাইল নাম্বার যোগ করবেন না।

    ★ আসল কাজে আসুন:উপরের কাজটি তো আমরা খুঁজে করলাম এখন করবো আসল কাজ। আমি কম্পিউটার ভার্সনে দেখাচ্ছি আপনি অ্যান্ড্রয়েড থেকেও করতে পারবেন। এখানে আপনি প্রথমে নিচের লিংকে যান।
    তার পর নিচের ছবি গুলো আসবে
    ১।যে গুলো সঠিক সেগুলোতে Yes দিন।আর ভুল হলে No  দিন।আর আপনার জানা থাকলে নতুন যোগ করুন।আটোমেটিক একের পর এক আসবে। মূল কাজ এটিই।

    ★ আপনার জন্য খুঁশির সংবাদ: ফেজবুক  সাজেস্ট এডিট কনটেস্ট চলছে।প্রতিযোগিতার শেষ তারিখ ৩১ আগষ্ট রাত ১২:০০ পর্যন্ত।এডিট কোয়ালিটির উপর আপনাকে পয়েন্ট দেওয়া হবে।সেরা দশ জনকে পুরষ্কার দেওয়া হবে। আজই শুরু করে দিন।


    ★ প্রয়োজনীয় লিংক এবং গ্রুপ:
    ২।www.facebook.com/editorcommunity


    পড়ার জন্য ধন্যবাদ।
    লেখক: আরিফুল ইসলাম।
    The Atathurk Times

    বুধবার, ২২ জুলাই, ২০১৫

    ইন্টারনেট ডেটা কেনা যাবে রবির রিচার্জ প্লাসে

    ডিজিটাল রিচার্জ প্লাটফর্ম রিচার্জ প্লাসে সম্প্রতি ইন্টারনেট ডেটা কেনার সুযোগ এনেছে রবি। এর আগে এই প্লাটফর্ম ব্যবহার করে শুধু এয়ারটাইম রিচার্জের সুবিধা পাওয়া যেতো।
    ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির প্রেক্ষিতে গ্রাহকদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে এই সুবিধা চালু করা হয়েছে বলে দাবি করেছে মোবাইল ফোন অপারেটরটি।
    নতুন এই সুবিধা চালু করায় ‘রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি’ ভিজিট করে ইন্টারনেট ডেটা কেনা যাবে। রিচার্জ প্লাসে বর্তমানে তিনটি ডেটা বান্ডল রয়েছে। তবে রিচার্জ প্লাসের ডেটা প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য হবে না।
    রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদী ২৫০ মেগাবাইট ডেটা, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদী ৮৫০ মেগাবাইট ডেটা এবং ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদী ১ হাজার ৪০০ মেগাবাইট ডেটা কিনতে পারবেন।
    রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নাম্বার, ডেটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ইমেইল অ্যাড্রেস প্রদান করতে হবে। ‘রিচার্জ নাও’ অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট পদ্ধতিটি (কার্ড, অনলাইন ব্যাংকিং বা এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর সে অনুযায়ী কাঙ্ক্ষিত পেমেন্ট পেইজে যেতে হবে।
    *৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করে ডেটা ব্যালেন্স ও মেয়াদ জানা যাবে।

    শনিবার, ১১ জুলাই, ২০১৫

    "নতুন আইফোন তৈরির কাজ শুরু হচ্ছে।"

    এ বছরের শেষ নাগাদ আবার নতুন আইফোন তৈরি শুরু করতে যাচ্ছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক উৎপাদন পর্যায় শুরু করতে বিশাল প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
    অ্যাপল কর্তৃপক্ষ ডিসপ্লে নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এবারে সাড়ে আট থেকে নয় কোটি ইউনিট চার দশমিক সাত ও পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফরমায়েশ দিয়েছে।

    ফেসবুকে নতুন অপশন :" প্রিয়-অপ্রিয় বিষয়ে নতুন নিয়ন্ত্রণ "

    নিউজ ফিডে নতুন অপশন যোগ করেছে সর্ববৃহৎ সোশাল মিডিয়া ফেসবুক। এর মাধ্যমে বিরক্তিকর মানুষদের হাত থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে মজার মজার উপাদানও খুঁজে পাবেন তারা।

    নতুন এই উপাদানটি 'সি ফার্স্ট' শব্দটি যোগ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখতে চান তারই সরবরাহ পাবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা তার পছন্দসই ব্যবহারকারীর কাছ থেকে নিয়মিত নিউজ ফিড পাবেন। এর মাধ্যমে নতুন নতুন পেজও খুঁজে পাওয়া যাবে। আবার যাদের পছন্দ হচ্ছে না তাদের অতি সহজ উপায়ে আনফলো করা যাবে।

    নতুন অপশনটি ইতিমধ্যে আইওএস অ্যাপে আপডেটের মাধ্যমে চলে এসেছে। খুব দ্রুত অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপে চলে আসবে বলে জানায় ফেসবুক।

    ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে নিউ ফিড আসতে থাকবে। এর সঙ্গে ব্যবহারকারীও তার পছন্দকে জুড়ে দিতে পারবেন।

    'সি ফার্স্ট' অপশনে গিয়ে ব্যবহারকারীরা একটি তালিকা থেকে তার মনের মতো পেজ বা প্রোফাইল পছন্দ করে নিতে পারবেন।

    এর সঙ্গে আলাদা একটি ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে আরো সহজে প্রোফাইল বা পেজকে 'আনফলো' করা যাবে। তাদের 'আনফ্রেন্ড' না করেও নিউজ ফিডে অদৃশ্য রাখা যাবে।
    সূত্র : ইনডিপেনডেন্ট -