শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

সিরিজ খেলতে দেশে আসছে ইংল্যান্ড।



লর্ডসে সেঞ্চুরির পর তামিম ইকবালের সেই ‘উড়ন্ত’ উদ্‌যাপনটা নিশ্চয় মনে আছে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বলতেই ওই ছবিটা মূর্ত হয়ে ওঠে মুহূর্তেই। ওটাই ছিল দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ। সাদা পোশাকে আবারও দুদল মুখোমুখি হবে আগামী বছর। ২০১৬ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড।
২০০৩ সালের অক্টোবরের পর ইংল্যান্ড সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০১০ সালের মার্চে। এরপর একই বছর মে মাসে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ। ২০১০ সালে পিঠাপিঠি দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বাংলাদেশের সঙ্গে আর টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে ওয়ানডে খেলেছে কেবল দুটি, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। দুটিতেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংলিশরা।
অর্ধযুগ পর অনুষ্ঠেয় দুই দলের এ দ্বিপক্ষীয় সিরিজে থাকছে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে। এ সিরিজ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ‘স্কাই স্পোর্টস’। আগামী বছর ইংলিশরা এলেও ইংল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে খেলতে অপেক্ষা করতে হবে আরও চার বছর। সূচি অনুযায়ী, ২০২০ সালের আগে ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সম্ভাবনা সামান্যই।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ইংলিশদের দিকেই হেলে। ৮ টেস্টে প্রতিটি হেরেছে বাংলাদেশ। ওয়ানডে পরিসংখ্যান তবুও কিছুটা স্বস্তিদায়ক, ১৬টির তিনটিতে জিতেছে লাল-সবুজের দল। অবশ্য সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে, তাতে অতীত পরিসংখ্যান ভুলে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দল। আগামী বছরও একই ছন্দ ধরে রাখতে পারলে ইংলিশদের বিপক্ষে পুরোনো রেকর্ডও বাধা হওয়ার কথা নয় মুশফিকদের।

ঘুমানোর সময় আত্মা কি করে?

রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, রাসুল সা:
বলেছেন, মানুষ যখন ঘুমায়, তখন তার
আত্মা ঊর্ধ্ব আকাশে চলে যায়। অতঃপর
তাকে মাহান আল্লাহর আরশের কাছে
সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে
ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা
আল্লাহর আরশের কাছেই সিজদা করে।
আর যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ঘুমায়,
তার আত্মা আরশ থেকে দূরে সিজদা
করে। (বায়হাকী, হাদিসটিিইমাম
বুখারী তাঁর আত- তারীখুল কাবীর’
গ্রন্থে উল্লেখ করেছেন)।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

ধনী হবার মজার খেলা এখন অ্যান্ড্রয়েড ফোনে।


ছোট বেলায় এই গেমসটি অনেকেই খেলেছেন।গেমসটির নাম "RENTO" অথবা "MONOPOLY" এটি ইংরেজি ভাষায় MONOPOLY নামে পরিচিত। আর বাংলাতে বলে "বাংলার মনপোলী" বা এক কথায় "ধনী হবার মজার খেলা" প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে খেলতে পারেন। "RENTO" Free version আর "MONOPOLY" Paid version 
অসাধারন মজার একটি খেলা।খেলার নিয়ম কানুন সহজে আয়ত্বকরা যায়।এছাড়া টাকা সংক্রান্ত খেলাবিধায় এই খেলাটি অধিক জনপ্রিয়।
Play Store Link : https://play.google.com/store/apps/details?id=air.bg.lan.Monopoli

আরো গেমসঃ ক্যাস অফ ক্লান




রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আপনি গুগলার হলে তথ্য গুলো আপনার জন্য।

আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগল এবং গুগলের সেবাগুলোর সাথে পরিচিত নন তাতো আর হতে পারেনা। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।
১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে http://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

নাম্বার ওয়ান সাকিব আল-হাসান

Image result for shakib al hasan photo

বিশ্বের ঘুম ভাঙাল নিথর আয়লান

বিশ্বের ঘুম ভাঙাল নিথর আয়লান

বিশ্বের ঘুম ভাঙাল নিথর আয়লান

সিরিয়ার শিশু আয়লানের নিষ্প্রাণ শরীরটি এভাবেই ভেসে এসেছিল তুরস্কের একটি সৈকতে। বিশ্ববিবেককে প্রচণ্ড নাড়া দিয়েছে ছবিটি। বালু দিয়ে ভাস্কর্য বানিয়ে মর্মস্পর্শী ঘটনাটি ফুটিয়ে তুলেছেন সুপরিচিত ভারতীয় শিল্পী সুদর্শন পট্টনায়েক। ভাস্কর্যের পাশে তিনি লিখেছেন, ‘ভেসে যাওয়া মানবতা...লজ্জা লজ্জা লজ্জা’।  ওডিশা রাজ্যের পুরী সৈকত থেকে গতকাল তোলা ছবি l এএফপি‘আমার সন্তানেরা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু। ওরা প্রতিদিন আমার ঘুম ভাঙাত। খেলা করত আমার সঙ্গে। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে? এ সবকিছুই হারিয়ে গেছে।’
শোকার্ত এই উচ্চারণ সিরীয় শিশু আয়লান কুর্দির বাবা আবদুল্লাহ কুর্দির। স্ত্রী ও দুই সন্তানকে হারানোর পর আক্ষেপ করে কথাগুলো বলছিলেন তিনি। তুরস্ক থেকে নিজ দেশ যুদ্ধপীড়িত সিরিয়ার কোবানিতে ফিরে তিনি গতকাল শুক্রবার দাফন করেছেন প্রিয়জনদের।
গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে এই কুর্দি পরিবারটি আশ্রয় নিয়েছিল তুরস্কে। বুধবার তুরস্ক থেকে নৌকায় চেপে গ্রিস যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হয় আবদুল্লাহর পরিবার। নৌকা ডুবে গেলে তাঁর হাত ফসকেই সাগরের ঢেউয়ে তলিয়ে যায় দুই ছেলে—তিন বছর বয়সী আয়লান আর পাঁচ বছর বয়সী গালিব। ভূমধ্যসাগর কেড়ে নিয়েছে ওদের মা রেহানাকেও।
তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের ছোট নিথর দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বড় ধরনের ঝাঁকুনি খায় অভিবাসী-সংকট নিয়ে দ্বিধাগ্রস্ত ইউরোপ। ঘুম ভাঙে বিশ্ববাসীরও। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া আয়লানের ছবিটি অনেকখানি পাল্টে দিয়েছে জনমত। সাম্প্রতিক শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপের যে নেতারা এত দিন নির্লিপ্ত ছিলেন, তাঁরাও এখন মানবিক উদ্যোগের পথে এগোনোর কথা বলছেন। অন্তত দুই লাখ অভিবাসীকে গ্রহণ করতে ইউরোপকে অনুরোধ করেছে জাতিসংঘ।
শিশু আয়লানের মরদেহ দুর্ঘটনার দিনই তুরস্কের আরেকটি সৈকতে ভেসে আসে। এর ১০০ মিটার দূরে পড়ে ছিল তার ভাই গালিবের মরদেহ। মায়ের মরদেহ পাওয়া গিয়েছে কাছের আরেকটি সৈকতে। তুরস্কের পুলিশ তাদের উদ্ধার করে।
দুই ছেলে আয়লান (বাঁয়ে) ও গালিবের হাত ধরে বাবা আবদুল্লাহ কুর্দি। নতুন নিশ্চিন্ত জীবনের স্বপ্ন নিয়ে স্ত্রী আর সন্তানদের নিয়ে সিরিয়া ছেড়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন আবদুল্লাহ। পথে নৌকাডুবিতে সবাইকে হারিয়েছেন তিনি l ছবি: এএফপিবিপজ্জনক উপায়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে এ বছর আড়াই হাজার মানুষ প্রাণ হারালেও আয়লানের ছবিটি আলাদাভাবে মর্মস্পর্শ করেছে বিশ্ববাসীর। ইতিমধ্যে কার্যত শরণার্থীদের বিপন্নতা আর মরিয়া অবস্থার প্রতীকে পরিণত হওয়া ছবিটিতে দেখা যায়, সৈকতের বালুতে মুখ গুঁজে শুয়ে আছে আয়লান। তার পরনে লাল জামা, নীল শর্ট প্যান্ট, পায়ে হালকা জুতা।
আলোচিত ছবিটি ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর প্রথম পাতায় ছাপা হয়। এতে রাজনীতিক ও জনসাধারণ—উভয়ের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়। ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস টুইটারে লেখেন, ‘ইউরোপকে সংহত করতে আমাদের জরুরি ভিত্তিতে তৎপর হতে হবে।’
ছবিটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স ও জার্মানি দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে একমত হয় যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত, নির্ধারিত সংখ্যা (কোটা) অনুযায়ী অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দিতে সদস্যদেশগুলোকে বাধ্য করা। শরণার্থী ও অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও আয়লানের ছবিটি দেখে ‘গভীরভাবে প্রভাবিত’ হয়ে ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে।
আনুষ্ঠানিক পোশাকে আয়লানআয়লানের হৃদয়বিদারক ছবিটি প্রকাশের পর শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গত দুই দিনে সারা বিশ্ব থেকে এক লাখ ডলার সহায়তা পেয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সিরিয়া ও ইরাকের শরণার্থীদের জন্য জরুরি তহবিল সংগ্রহ শুরু করার পর অভাবনীয় সাড়া পেয়েছে।
ছবিটির আলোকচিত্রী তুর্কি সাংবাদিক নিলুফার দেমির বলেন, ‘যখন বুঝতে পারলাম ছেলেটাকে বাঁচানোর কোনো উপায়ই নেই—মনে হলো, ওর ছবি তুলি...বেদনাদায়ক ঘটনাটা দেখুক সবাই। আশা করি, এই ছবি যে ধাক্কা দিয়েছে, তা চলমান সংকট সমাধানে সহায়ক হবে।’
আবদুল্লাহর কাহিনি: কুর্দি পরিবারটি সিরিয়ার কোবানি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। স্ত্রী-সন্তানদের নিয়ে ইউরোপ হয়ে কানাডা যেতে চেয়েছিলেন আবদুল্লাহ। সেখানে তাঁর বোন টিমা কেশবিন্যাসের কাজ করেন।
দাফনের সময় আয়লানের বাবাতবে সব হারানো আবদুল্লাহ এখন দেশ ছাড়ার চিন্তা বাদ দিয়ে প্রাণপ্রিয় স্ত্রী-সন্তানের কবরের কাছেই শান্তি খুঁজতে চান, গতকাল জানালেন তাঁর চাচা সুলেমান কুর্দি।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কুর্দি সম্প্রদায়ের মানুষেরা অন্যায়-অবিচার ও উপেক্ষার শিকার। এর মধ্যে সিরিয়ার সরকার বহু বছর ধরেই তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সে দেশের কুর্দিরা রাজধানী দামেস্কেই থাকত। একপর্যায়ে তারা উত্তরাঞ্চলীয় শহর কোবানির কাছাকাছি মাখারজি এলাকায় গিয়ে বসবাস শুরু করে। কিন্তু গত বছরের শেষ দিকে কোবানিতে কুর্দি বাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লড়াই শুরু হলে স্থানীয় বহু পরিবার তুরস্কে গিয়ে আশ্রয় নেয়। সেখানকার কর্তৃপক্ষ কুর্দি শরণার্থীদের সাময়িক আশ্রয় দেয়। তবে স্থায়ী আশ্রয়ের খোঁজে কুর্দিরা ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে।
সূত্র: এএফপি, রয়টার্স ও বিবিসি

শ্রীলঙ্কা–অধ্যায় সুখের ছিল না হাথুরুর

শ্রীলঙ্কা–অধ্যায় সুখের ছিল না হাথুরুর


শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে হাথুরুসিংহের নাম আসাটা গুজবই মনে করছে বিসিবি। ছবি: প্রথম আলো

গুজবের ডালাপালা ভালোই ছড়িয়েছে। শ্রীলঙ্কার ভবিষ্যৎ কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহ ও সারে কাউন্টি ক্লাবের কোচ গ্রাহাম ফোর্ডের নাম আসছে বিভিন্ন সংবাদমধ্যমে। তবে এ আলোচনায় অগ্রাধিকার পাচ্ছেন হাথুরু। কেবল লঙ্কান বলেই নয়, সাম্প্রতিক সময়ে তাঁর অধীনে বাংলাদেশের বদলে যাওয়ার কারণেই। এখন কথা হলো, তিনি আদৌ দেশের দায়িত্ব নেবেন কিনা। 
বিসিবি মনে করছে, এটি স্রেফ গুজব। হাথুরুর সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনাই বাংলাদেশের। বিসিবির প্রধান নির্বাহী নিজাম নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘এ ব্যাপারে আমাদের আসলে কিছুই জানা নেই। গত রাতেও কথা হলো তাঁর সঙ্গে। বাংলাদেশের ক্রিকেটের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হলো। এ ব্যাপারে তো কিছু শুনলাম না।’ 
শ্রীলঙ্কার দায়িত্ব যদি হাথুরু নিতেও চান, তাহলে তাঁর অতীত অভিজ্ঞতার ব্যাপারটি কিন্তু সামনে চলে আসবেই। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে তাঁর অতীত অভিজ্ঞতাও ভালো নয়।

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে।সমাধান এখানে

যাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাদের জন্য.......
The Ataturk Times

নিচের স্টেপ গুলো ফলো করুন
আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকার পর ও যদি আপনার সমস্যা টা নিচের মতো এরর দেখায়
“No connection”
“Error retrieving information from server. [RPC:S-7:AEC-0]”
“AppName could not be downloaded due to an error. (927)”
“Connection timed out”
তাহলে আপনার ফোন টা অফ করুন। মোবাইল টা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু করুন এবং প্লে স্টোর এপ টা চালু করুন।আশা করি সমস্যা টা ঠিক হয়ে যাবে।

যদি তাও ঠিক না হয় তবে নিচের স্টেপ গুলো ফলো করুন
ইন্টারনেট কানেকশন বন্ধ করুন এবং Settings=>Apps=>All Apps এ যান
“Download manager”এ যান এবং  এপ টাকে “Force stop” . “Clear data” . “Clear cache” করুন
“Downloads” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data” . “Clear cache”
“Google play services”এ যান এবং  এপ টাকে”Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google play store”এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”. “Uninstall updates” (যদি থাকে).
“Google services framework” এ যান এবং  এপ টাকে “Force stop” the app. “Clear data”. “Clear cache”.
ফোন রিবুট করুন
ইন্টারনেট কানেকশন চালু করুন এবং প্লে স্টোর চালু করুন… যেহেতু ডাটা ক্লিয়ার করেছেন নতুন ভাবে গোগোল একাউন্ট দিয়ে লগিন করুন এবং কোন আপডেট চাইলে আপডেট করুন
প্লে স্টোর হোম পেইজ লোড নিলে বন্ধ করে চালু করুন
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

কালো ঠোঁটকে সুন্দর করুন, ফিরে পাবেন গোলাপি আভা।

কাল ঠোট একটি সাধারন সমস্যা, যা প্রচুর মানুষ কে প্রভাবিত করে। নারীরা তাদের রূপ এবং মুখের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে খুবই সচেতন। তারা তাদের ঠোঁটে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে যা তাদের চেহারাকে উজ্জ্বল এবং আরও সুন্দর করে তুলে। তবে বেশির ভাগ  পণ্যই অস্থায়ী ফলাফল এবং দীর্ঘস্থায়ী পার্শ্ব  প্রতিক্রিয়া প্রদান করে। কিছু প্রসাধনী যেমন লিপস্টিক ও লিপ গ্লোস ঠোঁটকে শুষ্ক এবং গাঢ় করে তোলে। সুন্দর ঠোটের জন্য এইসব পার্শ্ব প্রতিক্রিয়া থেকে পরিত্রান পেতে সবচেয়ে ভাল উপায় বাড়িতে প্রতিকারের চেষ্টা করা। আমরা এখন কালো ঠোঁট এর জন্য সেরা ভেষজ প্রতিকার সম্পর্কে কিছু আলোচনা করব।
কিভাবে কালো ঠোঁট দূর করা যায়
 মধু লেবুর
মধু ও লেবুর রসের মিশ্রণ তৈরি করুন এবং আপনার ফ্রিজ মধ্যে এটি ১০ মিনিট  রেখে দিন। এবার আপনার ঠোঁটে এই মিশ্রণটি প্রয়োগ করুন এবং এভাবেই এক ঘন্টা লাগিয়ে রাখুন। এক টি ঘণ্টা পরে আপনার ঠোট ধুয়ে ফেলুন। প্রতিদিন ২ থেকে ৩ বার আপনি এই প্রতিকারটি ব্যাবহার করবেন। মনে রাখবেন, লেবু চামড়ার স্বাভাবিক রং কমাতে পারে। তাছাড়া মধু চামড়ার পুষ্টিহীনতার অভাব দূর করে এবং ঠোটকে আরও স্বাস্থ্যসম্মত করে তুলে। মধু ঠোটকে আগের চেয়েও বেশী গোলাপী করতে সাহায্য করে।
The Ataturk Times
 গ্লিসারিন
শুকনো ঠোঁট কালো ঠোঁটের পিছনে অন্যতম কারন গ্লিসারিনের অভাব। গ্লিসারিন আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে। তাই আপনার ঠোঁটে গ্লিসারিন প্রয়োগ করুন।
পানি
পানি এবং ডিহাইড্রেসনের  অভাবে কালো এবং শুষ্ক ঠোঁট হয়। বেশী বশি পানি পান করে শরীরকে আরও সতেজ রাখা উচিৎ। পানি শুষ্ক ঠোঁটের অন্যতম প্রতিকার।
 বীটপালং
বীটরুট হচ্ছে সবচেয়ে ভাল এবং কালো ঠোঁটের জন্য সবচেয়ে সহজ পদ্ধিতি। ৫ মিনিটের জন্য আপনার ঠোঁটে এক টুকরা ধোয়া বীট গাছ রুট লাগান। কিছু সময়ের জন্য এটি রেখে দিন এবং একটু পরেই দেখবেন আপনার ঠোট সব রস শোষণ করে নিবে। এর ফলে আপনার ঠোঁটের রং আরও গোলাপী হবে।
৫ ঠোঁটের জন্য ক্ষতিকারক এমন পণ্য এড়িয়ে চলুন
সস্তা এবং নিম্ন মানের ঠোঁটের পণ্য ব্যবহার করবেন না। এসব পণ্য আপনার ঠোঁটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবে এবং আপনার ঠোটের স্বাভাবিক রং পরিবর্তন করে দেবে। সব সময় ভেষজ পণ্য ব্যবহার করুন। আপনার ঠোঁটের ট্যানিং এবং ঠোঁটের স্বাভাবিক রং ধরে রাখতে প্রাকৃতিক ফলের জুস পান করুন।
 বাদামের তৈল
ঠোঁটের অস্বাভাবিক রং হ্রাস করার জন্য আপনার ঠোঁট বাদামের তেল ব্যবহার করুন। ঘুমোতে যাওয়ার আগে এটি ব্যবহার করলে ভাল ফল পাবেন।
 শসার রস
শসার রস ঠোঁটের স্বাভাবিক রং পেতে এবং আপনার ঠোঁটের রং এর উন্নতিতে আপনাকে সাহায্য করতে পারে।
৮ লেবু
লেবু প্রাকৃতিক পরিষ্কারক এজেন্ট হিসাবে কাজ কর। এটি ঐতিহ্যগতভাবে ত্বকের গাঢ় দাগ এবং ত্বককে মসৃণ করতে ব্যবহার করা হয়। কালো ঠোঁটের জন্য সবচেয়ে কার্যকর ভেষজ প্রতিকারের একক হিসাবে এটি ব্যবহার করা হয়।
  • ঠোঁটে লেবুর রস প্রয়োগ করার ফলে আপনার ঠোঁট হালকা হবে। ভাল ফলের জন্য কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করুন।
  • এক টুকরা লেবু আপনার ঠোঁটে ঘসা-মাজা করতে পারেন। এটি আরো কার্যকর হবে যদি লেবুতে কিছু চিনি ছিটিয়ে দেন। ২ থেকে ৩ সপ্তাহের জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
  • এছাড়াও আপনি আপনার ঠোঁটকে আরও আকর্ষণী এবং উন্নত করার জন্য লেবুর রস, (প্রতিটি টেবিল চামচ 1/2) মধু এবং গ্লিসারিন দিয়ে ভাল একটি মিশ্রণ তৈরি করে নিয়মিত ব্যবহার করতে পারেন।
৯ গোলাপ
গোলাপ আপনার ত্বককে শীতল এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এটি আপনার ঠোঁটের রঙকেও উন্নত করে।
  • কিছু পানির মধ্যে গোলাপের পাপড়ি নিন। সাথে অল্প পরিমাণ মধু যোগ করুন। এবার টা আপনার ঠোঁটে প্রয়োগ করুন। প্রতিদিন তিনবার এই পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই আপনি ভাল ফলাফল পাবেন।
  • গোলাপের পাপড়ির পেষ্ট, মধু এবং মাখন (1 tbsp প্রতিটি)দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি সপ্তাহে 2 থেকে 3 বার আপনার ঠোঁট ব্যবহার করুন।
  • কাঁচা দুধে গোলাপ কিছু পাপড়ি ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর এই পাপড়ির পেষ্ট,১/২ tbsp মধু এবং কিছু জাফরান নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা আপনার ঠোঁটের উপর প্রয়োগ করুন এবং এটি 15 মিনিটের জন্য রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১০  অলিভ অয়েল
জলপাই তেল আপনার ঠোঁটকে নরম এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এটি আপনার ঠোঁটকে সুন্দর করতে পারে যাতে অপরিহার্য পুষ্টি প্রচুর রয়েছে।
  • প্রতি রাতে জলপাই তেল বা অলিভ অয়েল দিয়ে আপনার ঠোঁট ম্যাসেজ করুন।
  • জলপাই তেলের সাথে চিনি মিশিয়ে একটি প্রাকতিক মিশ্রণ তৈরি করে কয়েক মাসের জন্য প্রতি সপ্তাহে এই মিশ্রণ ব্যবহার করুন। এটি আপনার ঠোটকে আরও পাতলা বানাবে।
১১  চিনি
চিনি আপনার ঠোঁট থেকে সব মৃত ত্বক কোষ অপসারণে সাহায্য করতে পারে। যা একটি ভাল  উপকরন।
  • দস্তার চিনি (3 টেবিল চামচ) এবং মাখন (2 tbsp) এর একটি মিশ্রণ তৈরি করুন। আপনার ঠোঁটে আলতো করে ব্যবহার করুন এবং. সপ্তাহের একবার করে তিন মাস ব্যবহার করলে অবশ্যই ভাল প্রতিকার পাবেন।
  • মধু (1 tbsp) এবং বাদাম তেলের (1/2 টেবিল চামচ) সঙ্গে চিনি (1 tbsp) মিশিয়ে একটি ভাল মিশ্রণ তৈরি করতে পারেন। এই মিশ্রণটি ব্যবহারের ফলে আপনার ঠোঁট নরম এবং পাতলা হবে। প্রতি সপ্তাহে এই একই পদ্ধতি অনুসরন করুন।
১২ মধু
মধু আপনার ঠোঁটকে আর্দ্র এবং গোলাপী করতে পারে।
  • প্রতি রাতে আপনার ঠোঁটে সামান্য পরিমাণ মধু লাগান। এরপর কিছু গরম পানি ব্যবহার করে সকালে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এই পদ্ধতিটি আপনার ঠোঁটের রঙ হালকা করবে।
  • ময়দা, মধু এবং দইয়ের একটি মিশ্রণ (প্রতিটি ½ টেবিল চামচ)তৈরি করুন এবং আপনার ঠোঁটের উপর এই মিশ্রণ প্রয়োগ করে আধা ঘন্টার জন্য রেখে দিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাঙ্ক্ষিত ফলাফল পেতে এটি নিয়মিত অভ্যাস করুন।
১৩  মধু এবং বাদামের তেল
মধু (1 tbsp) এবং বাদামের তেল (1 tbsp) মিশিয়ে তা আপনার ঠোঁটে লাগান এবং আধ ঘন্টা পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে এটি দিনে তিনবার ব্যবহার করুন।
১৪  ক্রিম এবং গোলাপের পাপড়ি
কিছু গোলাপের পাপড়ি পিষে একটি সূক্ষ্ম পেস্ট করা বানান। এই পেস্টে দুধের ক্রিম এবং মধু যোগ করে তা আপনার ঠোঁট প্রয়োগ করুন। ২০ মিনিটের এভাবে রাখার পরে পানি দিয়ে আপনার ঠোঁট ধোয়ে ফেলুন।
এই পদ্ধতিটি আপনার ঠোঁটকে আরও পাতলা এবং লাল করবে এবং আঁশ উঠাতে সাহায্য করবে।
১৫ পাতি লেবু এবং হলুদ
লেবু রস এবং হলুদ গুঁড়া দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং আপনার ঠোঁট এটি প্রয়োগ করুন।এবার উষ্ণ পানি দিয়ে প্রায় ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
১৬  আরও টিপস কালো ঠোঁটের জন্য
  • সর্বদা আলতো করে ঠোঁট ঘোষবেন। কারন জোরে জোরে ঠোঁট ঘোষলে চামড়ার ক্ষতি হতে পারে।
  • যতোটুকু পারেন ঠোঁটে glosses এবং lipsticks এড়িয়ে চলুন।
  • রাতে বিছানায় যাবার আগে আপনার ঠোঁট থেকে সব প্রসাধনী ধুয়ে ফেলুন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫