রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকে নিয়ে নিন আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার – কোন প্রকার অটো ফ্রেন্ড রিকুয়েস্ট সিস্টেম ছাড়াই।






হ্যালো,

সবাই আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লা আমিও ভাল আছি।
আজকে আপনাদের জন্য একটি দারুন টিউন নিয়ে এসেছি। টিউনের টাইটেল হল : কোন প্রকার আটো সিস্টেম ছাড়াই ম্যানুয়েলি আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট নিয়ে নিন। এক দিনে ৫০০০ হাজার ফ্রেন্ড রিকুয়েস্টও পাওয়াও সম্ভব। আসলে, আমাদের সকলেরই ফলোওয়ার প্রয়োজন আশা করি আপনারও প্রয়োজন। কেন প্রয়োজন সেগুলো নিচে আলোচনা করা হল।

প্রথমে জানিয়ে দিয় এই পদ্ধতি নিরাপদ কি না!

হ্যা, অবশ্যই এই পদ্ধতি নিরাপদ। কেন নিরাপদ? তা হল আমরা এখানে কোন প্রকার ইন্টারনাল বা এক্সর্টারনাল কোড ব্যবহার করবোনা। আমরা অনেক সময় দেখতে পায় অনেকে জাবা স্ক্রিপট (JavaScript) ব্যবহার করে ফেসবুকে অটোলাইক, অটোফলোয়ার নেয়। সেই রকম একটা টিউন আমি পূর্বে এখানে করেছিলাম লিংক এখানে। তবে এখানে কোন প্রকার জাবা স্ক্রিপট (JavaScript) ব্যবহার করা হবেনা তাই আইডি ব্যানের কোন সম্ভাবনা নেই। এছাড়া বর্তমানে এইসব স্ক্রিপ্ট কাজ করে না। এবং কাজ করলেও আইডি ব্যান অথবা ডিজএবল হওয়ার চান্স থাকে বেশি। সুতরাং যা করবেন তা ঝুঁকিমুত্ত থেকেই করুন।

ফ্রেন্ড এবং ফলোয়ার কেন প্রয়োজন?

ফেসবুকের প্রধান আকর্ষন হচ্ছে ফ্রেন্ড এবং ফলোওয়ার। ফ্রেন্ড না থাকলে  আপনার আইডি মূল্যহীন হয়ে পড়বে যেমন টি ভিজিটর ছাড়া ব্লগ বা ওয়েব সাইট মূল্যহীন। এছাড়া ফ্রেন্ডস এবং ফলোয়ার থাকলে আপনি সহজে ফেসবুক মার্কেটিং করতে পারবেন, যে কোন প্রোডাক্ট হাইলাইট করতে পারবেন এবং বিক্রয়ের সম্ভাবনা বাড়বে। বিশেষ করে যারা ফেসবুকে মার্কেটিং করেন তাদের জন্য এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ।
কিভাবে নিবেন এক দিনে ৫০০০ ফ্রেন্ড রিকুয়েস্ট। জানতে এই আর্টিকেলটি দেখুন। লিংক এখানে এবং এখানে

ধন্যবাদ সবাই কে। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুকের বার ভাই! (কিলার ট্রিকস)

ফেসবুক

ফেসবুক ব্যবহার করেন না আশা করি এই রকম কেউ এই ব্লগে নাই। ফেসবুক শুধু মাত্র নিউজফিডে সীমাবদ্ধ নয়। আছে অনেক ফিচার, উদ্ভব হচ্ছে নতুন নতুন অনেক ফিচার।

ফেসবুকের বার ভাই বলতে আজকে আমি ১২ টি সিম্পল ট্রিকসের সন্ধান দেব, আশা করি সবার কাজে লাগবে।

১. যেভাবে ফেসবুকের প্রোপাইল নাম সিঙ্গেল বা এক শব্দে করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

২. যেভাবে ফেসবুকে ব্লাংক (ফাঁকা) স্ট্যাটাস, টিউমেন্ট, ম্যাসেজ করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৩. যেভাবে যে কোন সময় বিশেষ করে ৬০ দিন পূর্বে ফেসবুকের নাম পরিবর্তন করবেন। (আমি কয়বার পরিবর্তন করছি তার ঠিক নাই :p) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৪. যেভাবে খুঁজে বের করবেন কে কে আপনাকে তার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করলো। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৫. যেভাবে প্রোপাইল পিকচার প্রাইবেট করবেন বা কেউ ক্লিক তরে ভিউ করত। পারবেনা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৬. যেভাবে যে কোন সময় ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

৭. যেভাবে ফেসবুকের ইউজার আইডি কোড খুঁজে বের করবেন।(এই কোড দিয়ে ম্যানশন করতে পারবেন বন্ধুদের) লিংকঃ আমাকে ক্লিক করুন।

৮. সেরা ১০০ টি অটোলাইকার ওয়েব সাইট। লিংকঃআমাকে ক্লিক করুন।

৯. ম্যাসেঞ্জারে খেলুন ফুটবল, বাস্কেটবল, এবং দাবা। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১০. যেভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন পিসি এবং মোবাইলে। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১১. যেভাবে সকল বন্ধুদের এক ক্লিকে আপনার পেজ লাইক করার জন্য ইনবাইট করবেন। লিংকঃ আমাকে ক্লিক করুন।

১২. আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েস্ট এবং ফলোয়ার পাবেন যেভাবে। (ম্যানুয়েলি নো অটো) লিংকঃ আমাকে ক্লিক করুন।

আজকে এই পর্যন্ত ধন্যবাদ। নতুন অনুসন্ধান শেষে আবার হাজির হবো। ধন্যবাদ।

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

ফেইজবুক মেসেঞ্জার এর নতুন সব ফিচার

ফেইজবুক ম্যাচেইঞ্জার
ফেইজবুক মেসেঞ্জার
ফেসবুক মেসেঞ্জার এমন একটি অ্যাপ যা প্রতিদিন প্রায় সবাই ব্যবহার করেন। এই অ্যাপটিকে ক্রমান্বয়ে এতোটাই কার্যক্ষম করে তোলা হচ্ছে যে ব্যবহারকারীরা মেসেঞ্জার দিয়েই অনেক গুরুত্বপূর্ণ এবং মজার সব কাজ করতে পারেন।
মেসেঞ্জার ব্যবহারের কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই অনেক কাজ করা যায়। আসুন দেখে নিই মেসেঞ্জারের সেরকম কয়েকটি কৌশল-
১. ফেসবুক মেসেঞ্জার শুধু টেক্সট মেসেজের জন্য নয়। এটা আপনি হয়তোবা লক্ষ্য নাও করতে পারেন। এর সাহায্যে খুব সহজেই ভয়েস এবং ভিডিও কল করা যায়। চ্যাটের ওপরের দিকের নির্দিষ্ট বাটন ব্যবহার করে আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়াও এটা দিয়ে আপনি যখন ইচ্ছা তখন ভয়েস মেসেজের সুবিধা ভোগ করতে পারবেন। সেজন্য যেকোনও সময় যে কাউকে মেসেজ পাঠিয়ে রাখুন। পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি মেসেজটি শুনে নেবে।
২. যদি আপনি কখনও বন্ধুদের আপনার অবস্থান সম্পর্কে জানাতে চান তাহলে সে কাজটি মেসেঞ্জারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। এটা করতে হলে প্রথমেই তার সাথে চ্যাটে চলে যান। তারপর সেখান থেকে তিনটা ডট চিহ্নে চাপ দিয়ে ধরে রাখুন। এরপর কতগুলো অপশন আসবে। সেখান থেকে ‘লোকেশন’ সিলেক্ট করুন। এটা করার পরই আপনার বন্ধু আপনার যথাযথ অবস্থান সম্পর্কে জানতে পারবে।
৩. আপনার এমন কিছু খুব কাছের বন্ধু থাকতে পারে যাদের আপনি বিশেষ নামে ডাকেন। ফেসবুকের প্রকৃত নামের সঙ্গে সেই নামের কোনও মিলই নেই। সেক্ষেত্রে আপনার সেই বিশেষ নামটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে মেসেঞ্জার। সেজন্য আপনাকে মেসেঞ্জারের ‘নিকনেম’ অপশনে গিয়ে নামটি পরিবর্তন করতে হবে।
৪. আপনি যদি দাবা খেলায় কাউকে চ্যালেঞ্জ করতে চান তাহলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করতে পারবেন। এজন্য যাকে চ্যালেঞ্জ করতে চান তার চ্যাটে গিয়ে শুধু টাইপ করুন @fbchess। এই খেলায় আপনাকে মুভ করতে হবে ম্যানুয়াল প্রক্রিয়ায়। এক্ষেত্রে আপনার যদি কোনও সমস্যা হয় তাহলে সাহায্যের জন্য @fbchess help টাইপ করুন।
৫. ফেসবুক মেসেঞ্জার আপনার জন্য রেখেছে অনেক স্টিকার এবং ইমোজির ব্যবস্থা। এখান থেকে আপনি আপনার পছন্দমতো স্টিকার-ইমোজি ব্যবহার করতে পারবেন।
৬. পৃথিবীর বিভিন্ন এয়ারলাইনস গ্রাহকদের ফ্লাইটের আপডেট জানায় ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে। এছাড়া বিমানবন্দরে গ্রাহকরা মেসেঞ্জারকে বোর্ডিং পাস হিসেবেও ব্যবহার করতে পারেন। যদিও এই সুবিধা বাংলাদেশে এখনও চালু হয়নি।
৭. বর্তমানে ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে টাকা পরিশোধ করা যায়। সেজন্য তিনটি ডটে চাপ দিয়ে ধরে সেখান থেকে ‘পেমেন্টস’ অপশন সিলেক্ট করলেই হয়। বাংলাদেশে এখন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাচ্ছে না। তবে অদূর ভবিষ্যতে সুবিধা হয়তো পাওয়া যেতে পারে।
৮. চার-পাঁচ জন কিংবা তার চেয়ে বেশি মানুষ মিলে একটি কাজ করতে যাচ্ছেন। সবার সঙ্গে কথা বলতে হয় নিয়মিত। সেজন্য সবার সঙ্গে আলাদা-আলাদাভাবে কথা বলার চেয়ে একটি গ্রুপ চ্যাট চালু করতে পারেন। যেখানে সবাই মিলে একইসঙ্গে আলোচনা করা সম্ভব। আর এটা করলে কেউ-ই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয় না।
৯. আপনি একটি গ্রুপ চ্যাটে ছিলেন। কিন্তু এখন আর সেখানে আপনার কাজ নেই। বাকিরা সেটাতে তাদের কাজের জন্য নিয়মিত মেসেজ আদান-প্রদান করে। আর সেই নোটিফিকেশন বার বার আপনার কাছে আসে। বিষয়টি আপনার কাছে খুবই পীড়াদায়ক হতে পারে।
এ সমস্যা থেকে বাঁচতে আপনি পুরো গ্রুপ চ্যাটটিকে মিউট করে রাখতে পারেন। এই মিউট আপনি নির্দিষ্ট সময়ের জন্যও করতে পারবেন। যেমন- ১৫ মিনিট, ১ ঘণ্টা, ৮ ঘণ্টা এবং ২৪ ঘণ্টার জন্য। এছাড়াও “Until I turn it back on” এই অপশনের সাহায্যে আপনি গ্রুপ চ্যাট মিউট করতে পারবেন।
১০. চ্যাটের রঙ কারও কাছে নাও পছন্দ হতে পারে। সেজন্য অবশ্য চিন্তার কিছু নেই। কারণ ব্যবহারকারী চাইলেই সেই রঙ পরিবর্তন করতে পারবেন। রঙ পরিবর্তন করার জন্য ‘কালার’ অপশনে গিয়ে পছন্দমতো রঙ সিলেক্ট করা যাবে।
১১. বাই ডিফল্ট আপনি শুধু পরিচিতদেরই মেসেজ দেখতে পারেন। কিন্তু হঠাৎ অপরিচিত কারও কাছ থেকে মেসেজ আসতেই পারে। আর সেটা দেখতে হলে আপনাকে ‘সেটিংস’ অপশনের ‘পিপল’ থেকে ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে যেতে হবে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

সাংবাদিকদের জন্য ফেইজবুকের বিশেষ সুবিধা।

সপ্তাহ খানেক আগে ভেরিফায়েড হওয়া সাংবাদিকদের ফেইসবুক পেইজের জন্য ‘মেনশন’ নামের একটি সেবা চালু করে কর্তৃপক্ষ। এবার আবারও সাংবাদিকদের জন্য ‘সিগন্যাল’ নামের এক বিশেষ সেবা চালু করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট এই প্রতিষ্ঠান।

নতুন এই সেবার মাধ্যমে বিশ্বের সর্বশেষ সংবাদ, চলতি ধারা, ছবি, ভিডিও ইত্যাদি সহজে এবং দ্রুততম সময়ে পাওয়া যাবে। শুধু তাই নয়, সংবাদ উৎস, সংস্কৃতি, বিনোদন, খেলাসহ নানা কিছু একসাথে পেতে সাহায্য করবে সিগন্যাল।
নতুন সেবাটি ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামেও যোগ করা হয়েছে। সাংবাদিকদের কাজের সুবিধার জন্যই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।
এ ব্যাপারে ফেইসবুকের মিডিয়া পার্টনার বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল বলেন, ফেইসবুকে সংবাদ শুধু শেয়ারই হচ্ছে না, সংবাদ তৈরিও হচ্ছে। এসব থেকে সাংবাদিকরা যাতে সহজে এবং দ্রুত সংবাদের সূত্র বা চলতি ধারা সম্পর্কে জানতে পারেন সে জন্য ‘সিগন্যাল’ চালু করা হয়েছে।
ফেইসবুক কর্তৃপক্ষ সাংবাদিকদের বিনামূল্যে এই সেবা ব্যবহারের সুযোগ দিয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ফেসবুকে যোগ হচ্ছে ডিসলাইক বা অপচন্দন বাটন


অবশেষে ফেসবুকে ডিসলাইক বাটন। পছন্দ নয় এমন কমেন্ট, ছবি এবার ডিসলাইক করা যাবে ফেসবুকে। পছন্দের সঙ্গেই অপছন্দের অপশন পাবে ফেসবুক ব্যবহারকারিরা। ফেসবুক সদস্যদের দীর্ঘদিনের দাবি মেনে নতুন বাটন আনার কথা ঘোষণা করলেন খোদ ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ।
ক্যালিফোর্নিয়ার মেনলোপার্কে এক প্রশ্নোত্তরের মাঝে একথা জানান তিনি। বলেন, কিছুদিনেই মধ্যেই নতুন এই বাটন ব্যবহারকারীদের সামনে পরীক্ষামূলক ভাবে আনা হবে। দুহাজার নয়ে ফেসবুকে লাইক বাটন চালুর সময় থেকেই অপছন্দ জানাতে ডিসলাইক বাটনের দাবি উঠতে শুরু করে। তবে অন্যের পোস্টকে হেয় করতে এর ব্যবহার হোক তা তিনি চান না বলে জানান জাকারবার্গ।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ফেসবুকে এক শব্দে নাম দিন। ভিডিও দেখে শিখুন।

জেনে নিন কিভাবে ফেসবুক নাম সিঙ্গেল করে বা কিভাবে শুধু ফেসবুকে Nickname ব্যাবহার করে।

যদিও ফেসবুক সাধারণ ভাবে কাউকে এটি করতে দেয়না তবে কিছু ট্রিক ব্যবহার করে এটি করা যায়।একটি ইউটিউব লিংক দিচ্ছি যারা নাম পরিবর্তন করে সিঙ্গেল করতে উঠেপড়ে লেগেছেন শুধু তাদের জন্য।
Youtube link:https://youtu.be/mQj5kEiVRmg

নোট সমূহ :
১।অবশ্যই Google Chrome থেকে কাজটি করবেন।(অন্য ব্রাউজারে সার্পোট করবে কিনা জানিনা)
২।নাম পরিবর্তন শেষে ভাষা English (US) করে ফেলুন
৩।Geoproxy extension Disabled করুন।
ধন্যবাদ।