![]() |
Advertisement |
সপ্তাহ খানেক আগে ভেরিফায়েড হওয়া সাংবাদিকদের ফেইসবুক পেইজের জন্য ‘মেনশন’ নামের একটি সেবা চালু করে কর্তৃপক্ষ। এবার আবারও সাংবাদিকদের জন্য ‘সিগন্যাল’ নামের এক বিশেষ সেবা চালু করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট এই প্রতিষ্ঠান।
নতুন এই সেবার মাধ্যমে বিশ্বের সর্বশেষ সংবাদ, চলতি ধারা, ছবি, ভিডিও ইত্যাদি সহজে এবং দ্রুততম সময়ে পাওয়া যাবে। শুধু তাই নয়, সংবাদ উৎস, সংস্কৃতি, বিনোদন, খেলাসহ নানা কিছু একসাথে পেতে সাহায্য করবে সিগন্যাল।
নতুন সেবাটি ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামেও যোগ করা হয়েছে। সাংবাদিকদের কাজের সুবিধার জন্যই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।
এ ব্যাপারে ফেইসবুকের মিডিয়া পার্টনার বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল বলেন, ফেইসবুকে সংবাদ শুধু শেয়ারই হচ্ছে না, সংবাদ তৈরিও হচ্ছে। এসব থেকে সাংবাদিকরা যাতে সহজে এবং দ্রুত সংবাদের সূত্র বা চলতি ধারা সম্পর্কে জানতে পারেন সে জন্য ‘সিগন্যাল’ চালু করা হয়েছে।
ফেইসবুক কর্তৃপক্ষ সাংবাদিকদের বিনামূল্যে এই সেবা ব্যবহারের সুযোগ দিয়েছে।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!