মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান? ‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের একটি অ্যাপ আপনাকে সাহায্য করতে পারে। এই অ্যাপটি এখন আইওএস প্ল্যাটফর্মে বা আইফোন, আইপ্যাডে ব্যবহার করা যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এ তথ্য জানিয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যার মুখে পড়েছেন। ফেসবুকে কে বন্ধু হিসেবে যুক্ত হবে বা কে বাদ পড়বে তার খোঁজ খবর রাখেন অনেকেই। কেউ ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিলে তা সহজে জানার পথ ছিল না এত দিন। কারণ, ফেসবুকের এ ধরনের নিজস্ব কোনো সেবা নেই।
‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের অ্যাপটি ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে কেউ বাদ দিয়ে দিলে, কেউ বাদ পড়ে গেলে বা কেউ ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলে সে তথ্য জানাবে। তবে এই অ্যাপটি অতীতের কোনো রেকর্ড দেখাতে পারবে না। কেবল চালু করার পর থেকে এই বন্ধু তালিকায় নজরদারির মাধ্যমে তথ্য জানাতে পারবে।
ফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপ

বুধবার, ১৭ জুন, ২০১৫

ছবি বিনিময়ের অ্যাপ আনল ফেসবুক

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফেসবুক আনতে যাচ্ছে  Moments নামে অ্যাপস।এই অ্যাপের মাধ্যমে গ্রুপ ছবি,বিবাহের ছবি,এবং বন্ধুদের ছবি নিয়ে এ্যালবামও তৈরি করা যবে।এছাড়া ট্যাগের ব্যবস্থাও রয়েছে।এই অ্যাপের মাধ্যমে শুধু ছবি বিনিময় করা যাবে। Instagram মতোই কিন্তু বিশেষ কিছু সুবিধা থাকবে।প্রথম অবস্থায় যুক্তরাষ্ট্রের আইফোন এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা পাবেন।
সূত্র: গুগল নিউজ।

রবিবার, ১৪ জুন, ২০১৫

ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যাবে ইউটিউবে।কিভাবে জেনে নিন।

বিশ্বের জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউবে এখন থেকে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখা যাবে।ইউটিউবে নতুন একটি অপশান যোগ হয়েছে যার মাধ্যমে পচন্দের ভিডিও অপ-লাইনে দেখার জন্য সিলেক্ট করা যাবে।

যে ভাবে ভিডিও অপ-লাইনের জন্য সিলেক্ট করবেন:-
প্রথমে আপনি ইউটিউব সাইটে যাবেন তার পর আপনার পচন্দের ভিডিওতে ক্লিক করবেন।উপরের।ছবির মত আসবে।
এরপর আপনি ডাউনলোড অপশানের মত চিহ্নতে ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।
এখানে ২টি ক্যটাগরি দেখাচ্ছে ভিডিও অনুযায়ী আরো ক্যটাগরি পেতে পারেন।একটা সিলেক্ট করুন।এখন থেকে আপনি অপ-লাইনে ভিডিও দেখতে পারবেন।আপনার অপ-লাইনের সকল ভিডিও নিচের ছবির Offline এ পাবেন।

Offline  ক্লিক করুন।তার পর নিচের ছবি মতে আসবে।আপনার Playlists এ ভিডিও যুক্ত হয়ে যাবে। এবং আপনি ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখতে পারবেন।

ধন্যাবাদ সবইকে।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

গুগল আই/ও রিক্যাপ দেশের ৬টি জেলায় একসাথে

আগামীকাল ১২ জুন গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ৬টি শহরে অনুষ্ঠিত হবে ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ ‘। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারবেন। গুগল আইও গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারাবিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয় এই সম্মেলনে। এই বছর বাংলাদেশ থেকে ৫ জন এই প্রোগ্রামে অংশ নেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই আয়োজন হচ্ছে ।
এই আয়োজনে প্রাধান্য পাবে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন ইত্যাদি। গুগলের কমিউনিটি – গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে লাইভ ভিউয়িং পার্টির আয়োজন করেছে। ভিউয়িং পার্টিগুলোতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকছে কনসার্টও ।
১২ জুন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য নানান গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হবে উৎসব ভাব। এই আয়োজনে পৃষ্টপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম ।
অনুষ্ঠানে অংশ নিতে এই ঠিকানায় https://docs.google.com/forms/d/1PklKUck_Ihq2aMMnO4lyQTT14bkt2i-qztAz9W-IDkc/viewform নিবন্ধন করা যাবে ।

রবিবার, ৩১ মে, ২০১৫

স্বল্প মূল্যে স্মার্ট ফোন

স্বল্প মূল্যে স্মার্ট ফোন
সিম্ফনি ই৫

দুই হাজার ৬৯০ টাকায় ই ফাইভ নামের একটি স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি। ই ফাইভ স্মার্টফোনে দরকারি সব অ্যাপস ব্যবহার করার জন্য রয়েছে ৫১২ মেগাবাইট রম এবং ২৫৬ মেগাবাইট র‍্যাম। ইন্টারনেট ব্যবহার আরও সহজ করার জন্য এতে রয়েছে ওয়াইফাই, এজ সুবিধাও।

ছবি তোলার জন্য ই ফাইভে রয়েছে একটি ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এক গিগাহার্টজ প্রসেসরের সাড়ে তিন ইঞ্চি মাপের ঝকঝকে ডিসপ্লে সুবিধার এই স্মার্টফোনে রয়েছে কিটক্যাট অপারেটিং সিস্টেমের আদলের ইন্টারফেস। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে জিঞ্জারব্রেড।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, দামের দিক থেকে স্মার্টফোন অনেকের নাগালে থাকলেও এ দেশের বেশির ভাগ সাধারণ মানুষের কাছে এখনো সহজলভ্য হয়নি। আর তাই দেশের সকল মোবাইল গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও জনপ্রিয় করে তুলতে সিম্ফনি এবার বাজারে ই ফাইভ স্মার্টফোনটি। বর্তমানে বাজারের অন্যান্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এটি। আজ থেকে সিম্ফনির সকল ব্র্যান্ড আউটলেটসহ দেশের অধিকাংশ মোবাইল দোকানে পাওয়া যাবে স্মার্টফোনটি।
সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশীদ বলেন, ‘দেশের মানুষের জন্য ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবার আমরা এত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এনেছি। আমার দৃঢ় বিশ্বাস, এই স্মার্টফোনটি সারা দেশের সাধারণ মানুষের স্মার্টফোন হিসেবে পরিচিতি পাবে।’

বুধবার, ১৩ মে, ২০১৫

গুগল ম্যাপমেকার সাময়িক বন্ধ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট জয়েন্ট গুগলের একটি সংস্থা হচ্ছে গুগল ম্যাপস।এখানে আমরা যে সকল ফিচার দেখতে পাই তা গুগলেরই একটি সংস্থা গুগল ম্যাপ মেকারের মাধ্যমে গুগলে যোগ করা হয়।তার পর এডিট গুলো গুগলের রিভিউয়ার দ্বারা পর্যালোচনা করা হয়।তার পর তা আমরা ম্যাপে দেখতে পাই।ম্যাপমেকারে সাধারনত ফিচার,স্কুল,কলেজ,মাদ্রাসা,বিল্ডিং,অফিস,মাঠ,পার্ক,হোটেল,রেস্টুরেন্ট,এবং আরো অসংখ্য এডিট দেখতে পাওযায়।বিভিন্ন দেশে গুগলের আঞলিক সংস্থা রয়েছে।বাংলাদেশে গুগলের আঞলিক সংস্থার নাম হচ্ছে "ম্যাপিং বাংলাদেশ" www.mappingbd.org এই ঠিকানায় তাদের তথ্য আছে।সাম্প্রতিক কিছু ম্যাপার ভুল তথ্য যোগ করার ফলে এবং কোন নীতিমালা না মেনে ম্যাপিং করার কারনে গুগল তাদের সাইটটি সাময়িক বন্ধ রাখছে।সমস্যা সমাধান হলেই আবার কার্যক্রম শুরু হবে।

রবিবার, ১০ মে, ২০১৫

"বাংলাদেশে ইন্টারনেটডটঅর্গ "

বাংলাদেশে আজ রবিবার থেকে চালু ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্যোগে 'ইন্টারনেটডটঅর্গ' (internet.org) প্রকল্পের আওতায় ফ্রি ইন্টারনেট সেবা চালু হয়েছে।  শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।
আজ মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে।
এই সেবাটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে।
যা করতে হবে
১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এ জন্য প্লে স্টোরে যান। এরপর অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করুন।
২. ইনস্টল করার পর এটি চালু করুন এবং ইন্টারনেট ডট অর্গে লগ ইন করুন। অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করতে হবে।
৩. ইন্টারনেট ডট অর্গের হোমপেজে গেলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন। এসব ওয়েবসাইট দেখার সময় আপনার কোনো ডেটা চার্জ লাগবে না।

বুধবার, ৬ মে, ২০১৫

ফেইজবুক রিপ্লাই অপশান বাংলাদেশে!

বুঝতেই পারছেন ছবিটা ফেসবুকের কমেন্টের কিছু অংশ।এখানে আমরা একটি নতুন অপশান দেখতে পারছি।এটা হচ্ছে Reply অপশান।পূর্বে আমাদের দেশে এই অপশান ছিলনা শুধু জনপ্রিয় পেজে এই অপশান যুক্ত ছিল।এখন সবার জন্য উন্মুক্ত