![]() |
Advertisement |
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট জয়েন্ট গুগলের একটি সংস্থা হচ্ছে গুগল ম্যাপস।এখানে আমরা যে সকল ফিচার দেখতে পাই তা গুগলেরই একটি সংস্থা গুগল ম্যাপ মেকারের মাধ্যমে গুগলে যোগ করা হয়।তার পর এডিট গুলো গুগলের রিভিউয়ার দ্বারা পর্যালোচনা করা হয়।তার পর তা আমরা ম্যাপে দেখতে পাই।ম্যাপমেকারে সাধারনত ফিচার,স্কুল,কলেজ,মাদ্রাসা,বিল্ডিং,অফিস,মাঠ,পার্ক,হোটেল,রেস্টুরেন্ট,এবং আরো অসংখ্য এডিট দেখতে পাওযায়।বিভিন্ন দেশে গুগলের আঞলিক সংস্থা রয়েছে।বাংলাদেশে গুগলের আঞলিক সংস্থার নাম হচ্ছে "ম্যাপিং বাংলাদেশ" www.mappingbd.org এই ঠিকানায় তাদের তথ্য আছে।সাম্প্রতিক কিছু ম্যাপার ভুল তথ্য যোগ করার ফলে এবং কোন নীতিমালা না মেনে ম্যাপিং করার কারনে গুগল তাদের সাইটটি সাময়িক বন্ধ রাখছে।সমস্যা সমাধান হলেই আবার কার্যক্রম শুরু হবে।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!