![]() |
Advertisement |
এতক্ষণ যার কথা বলছি সেই অ্যাড নেটওয়ার্ক সাইট এর নাম RevenueHits যানিনা এর আগে আপনি এই অ্যাড ব্যবহার করেছেন কিনা । কিন্তু এটা সত্যি বিশ্বাস যোগ্য একটি সাইট এটা বর্তমান সময়ে অনেক বড় বড় ব্লগ সাইট ব্যবহার করছে এবং প্রচুর ইনকাম করছে । আপনি আজি ব্যবহার শুরু করুন দেখুন আমার মত আপনিও বিশ্বাস করবেন। সব থেকে বড় কথা এটার আলেক্সা রাঙ্ক খুব ভাল সঙ্গে এর একাধিক ভাল গুন আছে যার কারনে আমি আপনাদের ব্যবহার করতে বলছি । তাহলে চলুন শুরু করা যাক কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে টাকা তুলবেন ইত্যাদি ইত্যাদি ।
কিভাবে RevenueHits অ্যাকাউন্ট করবেন ?
প্রথমে আপনি এখানে যান বা RevenueHits এ ক্লিক করুন এবং Join Now বাটনে ক্লিক করে।
এবার ডান পাশ থেকে New Placement এ ক্লিক করুন।
এবার একটি পেজ আসবে সেখানে আপনাকে একটি ফর্ম পুরন করতে হবে দুটি ফর্ম আছে সঠিক ভাবে পুরন করুন এবং Submit করে দিন।
এবার আপনাকে Placement type সিলেক্ট করতে বলবে সেখান থেকে আপনি কি ধরনের অ্যাড আপনার ব্লগে দেখা চান সেটা সিলেক্ট করে দিন ।
এবার অ্যাড এর সাইজ ঠিক করে এবং কোথাই বসাবেন সেটা লিখুন এবং Save করে দিন তাহলে নিচের মত একটি অপশন পাবেন সেখান থেকে দেখান আইকনে ক্লিক করুন ।
উপরের মত ক্লিক করলেই আপনি একটি পপআপ বক্স পাবেন এবং এখনে কিছু কোড পাবেন এখুন এই কোড গুল কপি করে আপনার ব্লগে যেখানে ইচ্ছে বসিয়ে দিন।
ব্যাস হয়েগেল তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট এ ডলার কত হল কিভাবে বুঝবেন ইত্যাদি ।
কিভাবে টাকা তুলবেন ?
টাকা ইনকাম করার থেকে অনেক সময় দেখা যাই টাকা তুলা নিয়ে সমস্যা হয় বেশি। কিন্তু চিন্তার কিছুই নেই এই অ্যাড সাইট আপনাকে দারুন সুবিদা দিচ্ছে আপনি চাইলে তিন ভাবে টাকা তুলতে পারবেন । সেগুল হল -
- Paypal
- Payoneer
- Wire Transfer
কি বুঝতেই পারছেন কত সুবিদা আপনি চাইলে উপরের যেকোনো সুবিদা ব্যবহার করে টাকা তুলতে পারবেন। তবে সুবিদার সঙ্গে সঙ্গে অসুবিদাও আছে ।
আপনার অ্যাকাউন্ট এ যদি ২০$ হয় তাহলে আপনি খুব সহজে Paypal বা Payoneer দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু আপনি যদি Wir Tranfer দিয়ে তুলতে যান তাহলে আপনার অ্যাকাউন্ট এ ৫০$ বা ১০০$ করতে হবে না হলে আপনি টাকা তুলতে পারবেন না।
শেষ কিছু কথাঃ
বন্ধুরা আপনাদের কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন। আর বন্ধুরা আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আমার উপরের রেফার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করুন এটা আমার অনুরধ বা নিচে থেকে অ্যাকাউন্ট করুন ।
তাহলে আজকের মত এই পর্যন্ত পোস্ট বুজতে কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন। কোন রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। পোস্ট কেমন লাগল অবশ্যই যানাবেন এবং পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ।
0 Comment:
আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!