বুধবার, ৮ জুলাই, ২০১৫

৩১১৬ বছরেও ফেরাওন এর লাশ পঁচে নি কেনো??

ad300
Advertisement
কোরআনে আছে ফেরাউন ডুবে
মারা গেছে আর মৃত্যুর পরও তার
শরীর অক্ষত রাখা হবে, পরবর্তি
সীমালংঘনকারীদের জন্য
সতর্কবার্তা হিসেবে।
"বনী ইসরাইলকে আমি পার
করে দিয়েছি নদী, অত:পর
তাদের পশ্চাদ্ভাবন করেছে
ফেরাউন ও তার
সেনাবাহিনী, দুরাচার ও
বাড়াবাড়ির উদ্ধেশ্যে,
এমনকি যখন তারা ডুবতে আরম্ভ
করলো, তখন বলল, এবার বিশ্বাস
করে নিচ্ছি কোন মাবুদ নেই

তিনি ছাড়া যার ইবাদত করে
বনী ইসরাঈলরা। অতএব আজকের
দিনে রক্ষা করছি আমি
তোমার দেহকে যাতে তা
তোমার পরবর্তীদের জন্য
নিদর্শন হতে পারে।
নি:শন্দেহে বহু লোক আমার
মহাশক্তির প্রতি লক্ষ্য করে
না।" (সূরা ইউনুস:৯২)।
ঐতিহাসিকগণ ১৮৯৮ সালে
ফেরাউনের লাশ উদ্ধার করেন।
যা আজ মিশরের কায়রোতে
দ্যা রয়েল মমী হলে একটি
কাচের সিন্দুকের মধ্যে
রয়েছে। এর দৈর্ঘ ২০২
সেন্টিমিটার। ৩১১৬ বছর
পানির নীচে থাকা সত্ত্বেও
তার লাশে কোন পচন ধরে নি।
এটা কি মোটেও যৌক্তিক ?
মুহাম্মদ (স এর যুগের আরব জাতি
ও অন্যরা মিশরীয়দের মধ্যে,
ফেরাউনের পানিতে ডুবে
মারা যাওয়া কিংবা তার
লাশ যে সংরক্ষিত হবে এরকম
ভবিষ্যতবানী করা এবং তা
মিলে যাওয়া এক কথায় অসম্ভব।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comment:

আপনার একটি মন্তব্য একজন লেখককে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত হানে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপ্ররেনা জাগাই !!