মঙ্গলবার, ১২ মে, ২০১৫

১৫ বছর বয়স থেকেই পাওয়া যাবে আইডি কার্ড

১৫ থেকে ১৭ বছর বয়সী দেশের সকল
নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি
কার্ড) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন
কমিশন (ইসি)। যারা ২০০০ সালের জানুয়ারি বা
তার আগে জন্ম নিয়েছেন তাদের নিবন্ধনের
জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
গ্রহণ করেছে ইসি। এর মধ্যে যাদের বয়স ১৫
থেকে ১৭ তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া
হবে।
তবে বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট
দেয়ার যোগ্যতা অর্জন করবে না তারা। এতে
৭২ লাখেরও বেশি নাগরিক নিবন্ধনের আওতায়
আসবে।

রবিবার, ১০ মে, ২০১৫

মা-দিবস

আাজ বিশ্ব মা দিবস।অনেক আগে থেকেই যথাযথ সম্মান ও মর্যাদার মধ্য দিয়ে আমাদের দেশে এই দিবস পালিত হয়ে আসছে।মায়ের ভালবাসা নির্দিষ্ট কোন দিনের জন্য নয় বরং সারা জীবনের জন্যই।মাকে আমরা শুধু আজকে জন্য নয়,চিরদিন ভালবাসবো।আজকে এই কবিতাটি ময়ের জন্য উৎসর্গ করলাম।
কি নামে ডাকি "মা" কে
মাগো মা কি নামে ডাকি বলো
মা, আম্মা, মাতা, জননী
কোনটি লাগে ভালো ?
আমার কাছে "মা" চরণটি
তেমনি লাগে ভালো
যেমনি করে দু'নয়নে
দেখি রবীর আলো।
তখন আমার প্রান জুড়ে যায়
যখন ডাকি মা
সর্গ থেকে পাওয়া যেন
একটি বর্ণের "মা"
লক্ষ নামের মাঝে মাগো
তোমায় যথন খুঁজি
মা কথাটির মধুরতা
থাকে অনন্ত জুড়ি।
সুখে দুঃখে মা শব্দটি
যেন অভয় বাণী
রোগে শোকের মাঝে তোমায়
মা, মা বলে ডাকি।
মা কথাটি মিশে আছে
আমার আত্নার মাঝে
সর্বাগ্রে তাই ডাকি তোমায়
সকল কাজের মাঝে।
মা কথাটি সত্যি অতি
পবিত্রময় নাম
মহান আল্লাহর তরে আমি
করি তাই শুকরান।
Article writer:Ariful Islam