মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান?

ফেসবুকে কার বন্ধু তালিকা থেকে বাদ পড়ছেন বা আনফ্রেন্ড হচ্ছেন তা জানতে চান? ‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের একটি অ্যাপ আপনাকে সাহায্য করতে পারে। এই অ্যাপটি এখন আইওএস প্ল্যাটফর্মে বা আইফোন, আইপ্যাডে ব্যবহার করা যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এ তথ্য জানিয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এই সমস্যার মুখে পড়েছেন। ফেসবুকে কে বন্ধু হিসেবে যুক্ত হবে বা কে বাদ পড়বে তার খোঁজ খবর রাখেন অনেকেই। কেউ ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিলে তা সহজে জানার পথ ছিল না এত দিন। কারণ, ফেসবুকের এ ধরনের নিজস্ব কোনো সেবা নেই।
‘হু ডিলিট মি অন ফেসবুক’ নামের অ্যাপটি ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে কেউ বাদ দিয়ে দিলে, কেউ বাদ পড়ে গেলে বা কেউ ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলে সে তথ্য জানাবে। তবে এই অ্যাপটি অতীতের কোনো রেকর্ড দেখাতে পারবে না। কেবল চালু করার পর থেকে এই বন্ধু তালিকায় নজরদারির মাধ্যমে তথ্য জানাতে পারবে।
ফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপফেসবুকে বন্ধু তালিকা থেকে কেউ বাদ পড়লে সে তথ্য জানাবে অ্যাপ

বুধবার, ৬ মে, ২০১৫

ফেইজবুক রিপ্লাই অপশান বাংলাদেশে!

বুঝতেই পারছেন ছবিটা ফেসবুকের কমেন্টের কিছু অংশ।এখানে আমরা একটি নতুন অপশান দেখতে পারছি।এটা হচ্ছে Reply অপশান।পূর্বে আমাদের দেশে এই অপশান ছিলনা শুধু জনপ্রিয় পেজে এই অপশান যুক্ত ছিল।এখন সবার জন্য উন্মুক্ত